কবিতা ।। পরিণতি ।। চন্দন দাশগুপ্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, June 18, 2023

কবিতা ।। পরিণতি ।। চন্দন দাশগুপ্ত

 

পরিণতি

চন্দন দাশগুপ্ত 


টিলা -ঢিবি ছিল বটে সে-দেশে কিছু,
আর ছিল অজস্র গাছ,
ফুল আর পাখি ছিল অগুন্তি,
খোলা আকাশের বুকে ছিল মেঘ,
ঠান্ডা বাতাসে ছিল ফুলের সুবাস।
তারপর একদিন শুরু হল গাছ কাটা,
ওরা নির্মম....ওদের হাতে আছে কুঠার,
ওরা নাকি করবে "উন্নয়ন",
মাটির পথকে ওরা করল পিচঢালা পাকা রাস্তা,
সেখানে চলল গাড়ি আর বাইকের মিছিল,
কারখানার ধোঁয়াতে ঢেকে গেল বাতাস,
ঘোলাটে আকাশে মুখ ঢাকলো সমস্ত তারা-নক্ষত্র,
ঠান্ডা বাতাস পালিয়ে বাঁচল, এসে গেল লু,
আদুল গায়ের সরল মানুষগুলোর জায়গা নিলো,
সুটেড বুটেড কিছু "সভ্য" মানুষের দল,
ওরা এক পা হাঁটতে পারেনা, তাই চড়ে বাইক,
তার দূষণের ঠেলায় তারা নিজেরাই নাজেহাল, 
টিলা ঢিবিগুলো আজ আর নেই সে-দেশে,
আর, ফুল-পাখি-প্রজাপতি ,,,,,,,,?
ওরা সবাই আজ চলে গেছে না-ফেরার-দেশে।
=================

চন্দন দাশগুপ্ত 
সি/৩০/১, রামকৃষ্ণ উপনিবেশ,  রিজেন্ট এস্টেট, 
কলকাতা--৭০০০৯২

 

No comments:

Post a Comment