Featured Post
অণুগল্প ।। বিষাদদূরীকরণ ।। লিপিকর
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বিষাদদূরীকরণ
লিপিকর
ছেলেটি পরীক্ষায় জানিয়াছিল চকোলেট্ মনোবেদনা অপনোদক।
জ্ঞানলাভের অনতিপরেই তাহার দুঃখবিলাস দ্রুতবর্ধিত হয় ও নিকটবর্তী মনিহারী দোকানে চকোলেট বার বিক্রয় বহুগুণ বাড়ে। তবে ছেলেটি স্বাস্থ্যসচেতন, জিম্ন্যাশিআম যাইবার নিয়মিত দাবী করে, তাই দেশে চকো-দুর্ভিক্ষ হয় নাই। মেয়েটি তাহার চকো-প্রীতি-র এই ছলনা-টুকু অবহিত ছিল এবং মাঝেমধ্যেই পরিহাস করিত।
অধুনা ছেলেটির চকোলেটগুলি দ্রুত নি:শেষিত হইতেছে। সাপ্তাহিক বাজারে সে গণিয়া ক্রয় করে, কিন্তু ২-৩ দিবসেই তাহা নিঃশেষ হয়, অথচ সে পূর্বে দৈনিক যে'কটি খাইত, এখনো সেইকটিই খাইয়া থাকে। ১-২ সপ্তাহ সে গুরুত্ব দেয় নাই, অতঃপর সে দস্তুরমত নিজের চকোলেট্ খাইবার সময় সেলফোনে নোট্ করিল, তথাপি মঙ্গলবারের মধ্যে ভান্ডার নি:শেষিত হইয়া গেল। পরের সপ্তাহে পাড়ার দোকানির সহিত তাহার সামান্য বাক্যবিনিময় ঘটিল, কারণ সে চকোলেট ২-৩ বার গণিল, এবং বহুদিনের পুরাতন বিক্রেতা তাহার চরিত্র বা গাণিতিক ক্ষমতার উপর এই আচম্বিৎ সন্দেহ সহ্য করিবে কেন? ফলত: প্রাপ্তবয়স্ক পুরুষের চকোলেট্ গ্রহণের নিন্দনীয়তা বিষয়ে জনসমক্ষে জ্ঞানলাভ করিয়া ছেলেটি বহু দশকের পুরাতন মনিহারী দোকান-এর সংশ্রব ছাড়িয়া একটি সুপার্মার্কেটে বাজারের সিদ্ধান্ত লইল। অঞ্চলে ছেলেটিকে লইয়া যে মুচকী হাস্যের নূতন সূত্রপাত ঘটিয়াছে, এবং মেয়েটির তাহা গোচরীভূতও, তাহা সে জানিল না।
পরের সপ্তাহে সুপারমার্কেট হইতে বাজার আসিল। মেয়েটি ঈষৎ অবাক, কিঞ্চিৎ খুশী। ছেলেটি ব্যাগটি তাহার হস্তে দিয়া ষড়যন্ত্র করিবার কন্ঠে মেয়েটিকে কহিল - "কাজের লোকের ওপর এবার থেকে একটু নজর রেখো তো!"
মেয়েটি বিস্মিত ও সামান্য উদ্বিগ্ন হইলো "কেন?"
"ও ফ্রিজ থেকে জিনিষ সরায়।"
"সে কি? কি সরিয়েছে ? আমি জানি না, তুমি জানলে কী করে?"
"গত কয়েক সপ্তা ধরে চকোলেট্ সরাচ্ছে। আজকাল সপ্তা'র চকোলেট সোমবারেই শেষ হযে যাচ্ছে।"
"তাতে ওকে দোষ দিচ্ছ কেন? চকোলেট্ শেষ হয় আমি খেয়ে ফেলি বলে।"
"কেন ? তুমি খাও কেন?" ছেলেটি বিস্মিত, তাহার দীর্ঘদিনের সঙ্গিনীর এই অধঃপতন সে পূর্বে ভাবে নাই। ।
"বা রে" - মেয়েটি হাসিল "বারগুলো ফুরোলে তোমার মন খারাপ হবে ভেবে আমার কান্না পায় যে। তখন মন ভাল করতে হয়।"
পরের সপ্তাহান্ত হইতে সুপার্মার্কেটে একজন খরিদ্দার নিয়মিত দ্বিগুণ চকোলেট্ ক্রয় করিতেছেন বলিয়া অঞ্চলে গুজব চলিতেছে।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন