কবিতা ।। নারী ।। লালন চাঁদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। নারী ।। লালন চাঁদ

নারী

লালন চাঁদ        


নারী ! !
তুমি আজও বুকে আগলে রাখো সংসার
এক টুকরো হাসি
রোদ খুঁটে খাওয়া নশ্বর সুখ। স্বপ্ন অনাবিল


তোমার মন বাগিচায় পাখি ওড়ে
মিশে যায় নীলে
তুমি হাপিত্যেশ করো
দুপায়ের মায়া বেড়ি ভাঙতে পারো না কিছুতেই


কতো স্বপ্ন নিয়ে ফিরে আসে সকাল
মান অভিমান
তুমি প্রতিবাদ করো না। মুখ বুজে সয়ে নাও সব


তুমি কী পেয়েছো নারী ???
আজও পেয়েছো কি স্বাধীনতা
পেয়েছো কি অধিকার
নিজেকে প্রশ্ন করো। হাজার বার। সারা জীবন


যারা তোমার কথা বলে
আদতে তারা কপট। লোভী। নিষ্ঠুর স্বার্থপর


রাস্তায় আজও নারীরা ধর্ষিতা হয়
খুন হয়। লাশ হয়
নারী রক্তে সিক্ত হয় রাজপথ
তোমাকে নিয়ে বিচারের নামে চলে নির্মম প্রহসন


নারী
সময় এসেছে। জোট বাঁধো। লড়াই করো
বেঁধে বেঁধে একসাথে সব অধিকার উসুল করে নাও
 
---------------------------
 
লালন চাঁদ 
কুমারগঞ্জ। দক্ষিণ দিনাজপুর।


No comments:

Post a Comment