কবিতা ।। স্বাধীনতার নামে নারী ।। বাসুদেব সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। স্বাধীনতার নামে নারী ।। বাসুদেব সরকার

স্বাধীনতার নামে নারী 

বাসুদেব সরকার 


স্বাধীনতার নামে নারী 
বেপরোয়া আজ, 
দিন দিন হচ্ছে পোশাক ছোট 
দেখায় দেহের ভাঁজ। 

চলাফেরায় কিছু নারীর 
ভীষণ উগ্র ভাব, 
জড়িয়ে কেউ পরকীয়ায় 
অবৈধ ওই লাভ। 

নারী এখন অবলা নয় 
করতে জানে ছল, 
এসব নারীর পাল্লায় পড়ে 
পুরুষ চোখে জল। 

স্বামীভক্তি মেনে চলা 
আগের মতো নাই, 
নির্যাতনের শিকার হচ্ছেন 
কতো পুরুষ তাই। 

নারীর কথায় পুরুষ আজি 
উঠবস করতে হয়, 
এর ব্যতিক্রম হলেই সংসার 
সম্পর্ক হয় ক্ষয়। 

নারী ভাবে নিজেই ভালো 
ভালো তার বাপ-মা, 
শ্বশুরপক্ষের সবাই খারাপ 
ভালো কেউ হয় না! 

সংসার চিন্তায় পুরুষ সদা 
ঝরায় গায়ের ঘাম, 
নারীর কাছে পায় না সম্মান 
পায় না পুরুষ দাম। 

===================
◾বাসুদেব সরকার, পেশা: শিক্ষক 
চরভৈরবী, হাইমচর, চাঁদপুর, বাংলাদেশ। 

No comments:

Post a Comment