তিনটি কবিতা ।। সুশান্ত সেন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

 তিনটি কবিতা ।। সুশান্ত সেন

 

মানুষ


মানুষ তোমাকে নিয়ে চরকি বাজি 
খেলতে খেলতে হাফ ধরে গেল
সভ্যতার।

তখন একটু অসভ্যতা করার বাসনায়
দুটো দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া হল।
জমে উঠলো মোহনবাগান - ইস্টবেঙ্গল।

এখন ঠ্যালার নাম বাবাজি
কে আগে যুদ্ধু শুরু করেছিল 
খুঁজে বার কর। 

তখন আবার সভ্যতা সভ্যতা
মানুষের অগ্রগতি ইত্যাদি
চরকি বাজি শুরু করা যাবে।


পথ


পথগুলি কোথায় যে থাকে
পথগুলি কোথায় যে যায় 
ধরা দেয় বুঝি জ্যোৎস্নাকে
যেন সে বড় নিরুপায়।

তোমার পথে যে পড়ে নদী
তার বুঝি দু'কুলে ভাঙন
সে ভাঙনে ত্রস্ত হও যদি
পাশে আমি যাব কি তখন !

তোমাকে নিবিড় করে পাবো
এই আশা মনে প্রতিদিন
না হলে কি সর্বস্ব হারাব
হব দিকভ্রান্ত বেদুইন !

তাই পথ - শব্দ গুলি শুনি
মনে মনে অর্থ তার গড়ি 
গান গায় উত্তর ফাল্গুনী
শব্দ যেন নবীন মঞ্জরী।
 
 

রোবট



একটা রোবট আমার সঙ্গী
সে সাথে সাথে থাকে সব সময়
তাকে যা জিজ্ঞাসা করি তার উত্তর দেয়
মনে হয় গুগুল'এর মেধা দিয়ে তৈরি।

মাউন্ট এভারেস্ট যে কেটে সমুদ্রে ফেলে দিলে যে
ডুবে যাবে -
সঙ্গী রোবটের কাছে জানলাম।

তখন থেকে রোবটের ওপর শ্রদ্ধা ভক্তি বেড়ে গেল।

ওকে জিজ্ঞাসা করলাম -
ভালোবাসা কোথায় পাওয়া যায় ?
ও উত্তর দিচ্ছে না চুপ করে আছে ।

কেন, আপনি বলতে পারবেন ।
 
==============

সুশান্ত সেন
৩২বি, শরৎ বসু রোড
কলিকাতা ,৭০০০২০

No comments:

Post a Comment