কবিতা ।। চাই না অনাচার ।। বিশ্বজিৎ কর - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। চাই না অনাচার ।। বিশ্বজিৎ কর

চাই না অনাচার 

বিশ্বজিৎ কর

 
কত নির্ভয়ার বিহ্বল দৃষ্টি, 
বিচারের বাণীর ক্যানভাসে-
কামদুনি আজও বিচার না পেয়ে,
আড়ালে মুচকি হাসে! 
হাথরাসের পোড়া লাশে, 
নারীস্বাধীনতার চিতা-
কত মা আজও কাঁদে, 
কাঁদছে পরিণীতা! 
কত নারীলোভী আজ পুস্পস্তবকে 
পাবেন সম্বর্ধনা,
কত ধর্ষক মাথা উঁচু করে 
করবেন আলোচনা!
মুখোশধারী জানোয়ারদের 
করা হোক পদাঘাত,
নারী দিবস সার্থক হোক 
কেটে যাক কালো রাত!
 
*********

No comments:

Post a Comment