কবিতা ।। আমার যত স্বপ্ন ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। আমার যত স্বপ্ন ।। ইমরান খান রাজ

আমার যত স্বপ্ন 

ইমরান খান রাজ 


আমার স্বপ্ন আছে 
দিবো তোমার কাছে 
তুমি দিনরাত্রি বিভোর থেকো 
ঐ স্বপ্নের মাঝে। 
আমার যত ভালোবাসা 
বুক পাঁজড়ে জমা 
তুমি চেয়ে নিও সবটুকু সুখ 
দিয়ে দিবো আনমনা। 
আমার ভাল তোমায় দেবো 
তোমার মন্দ নিয়ে 
তোমার চোখে জল ঝরাবো না 
শত কিছুর বিনিময়ে। 
লাল-নীল, সাদা-কালো 
আছে যত ফুল 
সবই দেবো তোমার তরে 
হবে না কভু ভুল। 

===============

নামঃ ইমরান খান রাজ 
গ্রামঃ সাতভিটা, পোস্ট অফিসঃ নারিশা-১৩৩২, উপজেলাঃ দোহার, জেলাঃ ঢাকা, বাংলাদেশ।  পোস্ট কোডঃ ১৩৩২, ঢাকা। 

No comments:

Post a Comment