কবিতা ।। আঁধার সরে আলো ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। আঁধার সরে আলো ।। পূজা সিংহ রায়

আঁধার সরে আলো

পূজা সিংহ রায়


ব্যাথা নামচার পুনরাবৃত্তিতে 
কাঁটা গুলো হয় ভোঁতা।
বিঁধতে পারে না আগের মতন,
অপরাহ্নের রোদে ঘাম ঝড়লেও
দ্বগ্ধতা থাকে না মধ্যাহ্ণের মতন।

গোধূলির নেশায় মাদকতা আছে,
বাহির বিমুখতায় জ্বলছে বাতি সাঁঝে।

শিথিল বেণী, ক্লান্ত শরীর‌,
অনুযোগ টুকুও হারিয়েছে সে নারীর।

সোঁদা মাটির শীতল দাওয়ায়,
ক্লান্তির বিন্দু উবে যায়।

ধূনার সুভাসে অন্দর আঙিনা ভরেছে,
মলিন আটপৌরের ঘ্রাণ হারিয়েছে।

উর্ধ্বমুখী দীপশিখাতে এক একটা হাওয়ার জোর লাগে,
সলতে তেল বন্ধনের বলবত্তা আলোরে বাঁচিয়ে রাখে।

বাইরে আঁধার যত গভীর হচ্ছে ,
ক্ষীণ প্রভার দ্যুতি তত বাড়ছে।

নারীর দৃঢ় মুখখানা এবার ক্রম উদ্ভাসিত,
পুব দিশায় সোনালী সূর্যোদয়ের মত।

    =============

 

 
 পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম 

No comments:

Post a Comment