কবিতা ।। ফাগুন দিনে ।। দীনেশ সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। ফাগুন দিনে ।। দীনেশ সরকার

ফাগুন দিনে

দীনেশ সরকার


ফাগুন দিনে রঙের আগুন
মন যে কেমন করে
কৃষ্ণচূড়া ডাক দিয়ে যায়
মন বসে না ঘরে।

শিমুল-পলাশ আগুন ঝরায়
ফাগুন দিনে বনে
মাধবীলতা দোল খেয়ে যায়
মাতাল সমীরণে।

রঙের হোলি ফাগুন দিনে
মেতে ওঠে সবে
আবির-গুলাল অঙ্গে শোভে
বসন্ত উৎসবে।

পাতা ঝরার দিন হ'লো শেষ
কিশলয়ের উন্মেষ
চারিদিকে গাছে গাছে
সবুজের সমাবেশ।

শাখায় শাখায় আম্রমুকুল
আর অলির গুঞ্জরণ
ঋতুরাজ আজ দুয়ার প্রান্তে
খুশিতে ভরে মন।

******************
 
দীনেশ সরকার
১৪০ ডি, হিজলি কো-অপারেটিভ সোসাইটি,
প্রেমবাজার, খড়্গপুর, পশ্চিম মেদিনীপুর --- ৭২১৩০৬

No comments:

Post a Comment