কবিতা ।। নারী তুমি ।। পাভেল আমান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। নারী তুমি ।। পাভেল আমান

নারী তুমি 

পাভেল আমান

 
নারী তুমি অনন্যা
বহুরূপে সম্মুখে তোমায়
দেখেছি বারে বারে
এই জগত সংসারে সর্বত্র। 

নারী তুমি অপরুপা
সৌন্দর্য আর লাবণ্যে গড়া
দেহ মন প্রাণে উদ্ভাসিত
তোমার অন্তস্থ ব্যক্তিসত্তা। 

নারী তুমি বহুমাত্রিক
বিবিধ চেতনার জাগরণে
প্রসারিত কর্মকাণ্ডে সদা নিবিষ্ট
লক্ষ্য পূরণের সম্মুখ অভিযানে। 

নারী তুমি সমর্পিত
আপন অঙ্গীকারের পালনে
জন্ম থেকে মৃত্যু অবধি
আবর্তিত তোমার দিন জীবন। 

নারী তুমি কষ্ট সহিষ্ণু
প্রাত্যহিক লড়াইয়ের ময়দানে
মনোবলকে সাঙ্গ করেই
তোমার সংগ্রামের ইতিহাস রচনা। 

=============
 
পাভেল আমান- হরিহরপাড়া- মুর্শিদাবাদ

No comments:

Post a Comment