কবিতা ।। নারী তুমি ।। সুজন দাশ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। নারী তুমি ।। সুজন দাশ

নারী তুমি 

সুজন দাশ 


মহাশক্তির অবতার তুমি নারী, 
সামলাতে পারো একলাই তুমি বাড়ি! 
তব কল্যাণে গোটা পরিবার জাগে, 
ভাসাও সবারে প্রীতি প্রেমে অনুরাগে! 

সৃজনে কর্মে তুমি মূল ভাগিদার, 
তুমি নড়লেই সবকিছু ছারখার! 
জুগাও পুরুষে প্রেরণা সাহস বল, 
বাঁধো মমতায় ঝরাও অশ্রুজল।

সকল কাজের চালিকা শক্তি তুমি,
পালো সন্তানে ধারণের তুমি ভূমি!
দশ হাতে তুমি সামলাও দশদিক, 
তুমি ঠিক হলে সবকিছু থাকে ঠিক।   

পুরুষের চেয়ে নও তুমি কিছু কম, 
চোখে চোখ রেখে লড়ে যাও হরদম! 
কোমলতা আর কঠোরতা দুই মিলে, 
মাতাও পুরুষে ঢেউ তুলো তুমি দিলে!

জগতের যত বড় বড় আছে জয়, 
লড়েছ সমানে জুগিয়েছো বরাভয়! 
দুর্বল বলে যারাই ঠেলেছে পিছে, 
সন্দেহ নেই নেমেছে ওরাই নিচে!
 
=============

সুজন দাশ 
আটলান্টিক সিটি, নিউজার্সি,
যুক্তরাষ্ট্র।

No comments:

Post a Comment