কবিতা ।। নারী ।। জীবন সরখেল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। নারী ।। জীবন সরখেল

নারী

জীবন সরখেল


সমাজ সভ্যতার ধারিনী
রূপেই সবাই ব'রি
মা বোন পিসি-মাসি -কন্যা
হয়ে আসেন নারী।
সহজে সমাধান হয়ে
মুছে সব ব্যবধান
শেষ সহায় সম্বল সংসারে
তিনি হন আগুয়ান!
সাফল্যের বাগডোর বাঁধা যার
সাবধানী আঁচলে
এ জগতের সাধ্য কী আর?
'নারী' বিনা চলে!
সৌন্দর্য্য-রহস্য-মায়ার
অদ্ভুত রসায়নে
পৃথিবীর বুকে রোদ জল ঝড়
নারীই বয়ে আনে!
__________________
 
 
 
জীবন সরখেল
বাঁকুড়া, ভারত,
 

No comments:

Post a Comment