Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

প্রবন্ধ ।। আধেক ধরা ।। শংকর ব্রহ্ম


আধেক ধরা

শংকর ব্রহ্ম


                          

              ঘরে -বাইরে সব জায়গায় একা-হাতেই নারী সুষ্ঠুভাবে সামলাতে পারে কারও সাহায্য ছাড়াই। আধুনিক সমাজে নারী আজ আর পিছিয়ে নেই। 

              কথায় আছে, 'যে রাঁধে সে চুলও বাঁধে'। শিক্ষা, কর্তৃত্বে ,গুণে, মানে সব ক্ষেত্রেই পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছে তারা। নারীরা আজ প্রমাণ করে দিয়েছে যে তারাও কোনও অংশে কম নয়। তাই সর্বযুগে সর্বকালে মানুষের মনে নারীশক্তি মর্যাদা পেয়েছে।               

             ইতিমধ্যে নারীরা নিজেদের কর্মের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে তারা সব ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী । তাই এই পুরুষতান্ত্রিক সমাজে ও আজ নারীশক্তির জয়জয়কার । প্রকৃত অর্থে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের সাথে সাথে তারাও সমান অধিকার ও সম্মানের দাবিদার। 

অবমাননা ও অত্যাচারে অভ্যস্ত নারী প্রতিনিয়ত লাঞ্ছিত হলেও, একথা অনস্বীকার্য যে নারী শক্তি ছাড়া পৃথিবীতে উন্নতি সম্ভব হত না, ভবিষ্যতেও হবে না। 

আদিকাল থেকে বর্তমানকাল পর্যন্ত লক্ষ্য করলে দেখা যায় নারীরা ইতিহাস থেকে শুরু করে সকল রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করেছে।     

            একজন নারীর বুদ্ধিমত্তা, সাহস, ব্যক্তিত্ব এবং প্রত্যুত্‍পন্নমতিত্ব কোনও অংশেই পুরুষের থেকে কম নয়। তা বর্তমান যুগের আধুনিক প্রেক্ষাপটে নারীরা প্রমাণ করেছেন।

       অমিত সম্ভাবনার অধিকারী নারী হল প্রকৃত শক্তির আধার, নারীশক্তি বিহীন পৃথিবী সামনের দিকে এগোতে পারে না। 

             নারী বিহীন পুরুষের একক প্রচেষ্টার মাধ্যমে  সমাজের উন্নতির কথা কল্পনা করা বৃথা।       

              নারী হল এমন এক শক্তি, যা সব উপমার ঊর্ধ্বে। রূপের ছটায় মোহিত করার ক্ষমতা যেমন রাখে তেমনই  গুণের সম্ভারে নারী সকলকে মুগ্ধ করতে পারে। কর্মসূত্রে  তারা কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে তার সমাধান চেষ্টা করে যেমন, তেমন আবার সন্তানের অসুস্থতায় সারা রাত ধরে জেগে পাখার বাতাসও করতে পারে। দেশের নেতৃত্ব সুদক্ষহাতে সামলাতেও পারে নারী। একই অঙ্গে এত রূপ কেবলমাত্র নারীদের মধ্যেই দেখা যায়। আধুনিক যুগে নারীশক্তি সর্বত্রব্যাপি।      

            নারীশক্তি বা নারীর ক্ষমতা ব্যাপক অর্থে একজন নারীর স্বকীয়তা, নিজস্বতা এবং সর্বোপরি স্বয়ংসম্পূর্ণতার বিকাশকে চিহ্নিত করে। নারী হল সমাজের অর্ধেক অংশ।  একজন স্ত্রী, বোন, কন্যাসহ মর্যাদাপূর্ণ সব সম্পর্কের বন্ধনে নারীজাতি সমাজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। স্ব-নির্ভরশীলতাকে বাস্তব আকার প্রদান করার মাধ্যমেই সারা বিশ্বের সমাজ ও রাষ্ট্রে নারীর শক্তির ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব।


            তাই নজরুল ইসলাম লিখেছেন -

"বিশ্বে যা-কিছু মহান সৃষ্টি চির-কল্যাণকর,

অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।

বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,

অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।

যত কথা হইল কবিতা, শব্দ হইল গান।

নর দিল ক্ষুধা, নারী দিল সুধা.."


" জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান,

মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহীয়ান্‌।

কোন্‌ রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে,

কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে।

কত মাতা দিল হৃদয় উপড়ি' কত বোন দিল সেবা,

বীরের স্মৃতি-স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?

কোনো কালে একা হয়নি ক' জয়ী পুরুষের তরবারী,

প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী।

রাজা করিতেছে রাজ্য-শাসন, রাজারে শাসিছে রাণী,

রাণীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি।

"তুমি প্রজাপতি হংসমালা

তুমি আত্মা তুমি স্বত্বা তুমি প্রভু প্রেমিকা

তুমি দেবদুত তুমি রাধা তুমি সতী শ্বেতশুভ্রা

তুমি কাংগাল তুমি পুত তুমি পবিত্র আজলা

তুমি প্রেত তুমি নগ্ন তুমি রাক্ষসী তুমি যৌবনজালা

তুমি রুপ তুমি সৃজন তুমি ঝলক তুমি আশ্রিতা

তুমি বিমুর্ত তুমি কল্পনায় কল্পিতা,

তুমি রানী তুমি সম্রাজ্ঞী তুমি মাতা তুমি জননী জ়ায়া

তুমি সারথী তুমি পুজারী তুমি ভোগ তুমি ত্যাগ তুমি মায়া ।

তুমি রাখী তুমি মিলন তুমি প্রেমরতিকা

তুমি বোধ তুমি অবোধ তুমি মাস্তুল তুমি বর্তিকা,নারী তুমি শক্তি তুমি প্রজ্ঞা তুমি উৎকর্ষতা

তুমি ফল্গু তুমি চাষভূমি তুমি উর্বর তুমি রুক্ষ অনুর্বর মরুতা,

তুমি পণ্য তুমি বর্ণ তুমি যবনিকা

তুমি আদিম তুমি সনাতন তুমি মাতৃকা ।

তুমি ঘৃনার তুমি নিঃগৃহের তুমি আস্ফালন তুমি আকাশ নীল

তুমি শীতল তুমি ফানুস তুমি উচ্ছ্বাসের ঢেউ ফেনিল

তুমি ভুমিষ্ট তুমি জরায়ু তুমি প্রসব তুমি জোয়ার তুমি বান

তুমি তীব্রতা তুমি পতিত তুমি ভাগার তুমি নীরব শ্মশান ।"


নারীদের নিয়ে কবি শুভ দাশগুপ্তর লিখেছেন -


"সংসারে অসময়ের আমিই ভরসা।

আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।

আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।

আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।

কালো আকাশ মাথায় নিয়ে

আমি ছাতা হয়ে থাকি।

ছাতার নিচে সুখে বাঁচে সংসার।"


"হয়ত একদিন- হয়ত অন্য কোন এক দিন

আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে

আমিই হয়ে উঠবো সেই অসামান্যা !

খোলা চুল মেঘের মত ঢাকবে আমার খোলা পিঠ।

দু চোখে জ্বলবে ভীষণ আগুন।

কপাল-ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি।

হাতে ঝলসে উঠবে সেই খড়গ।

দুপায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দভি।

নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ।

দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন

মহামেঘপ্রভাং ঘোরাং মুক্তকেশীং চতুর্ভুজাং

কালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভুষিতাং।"


"তোমাকে বলেছে –আস্তে,

বলেছে –ধীরে.

বলেছে –কথা না,

বলেছে –চুপ।

বলেছে– বসে থাকো,

বলেছে– মাথা নোয়াও,

বলেছে — কাঁদো।

তুমি কি করবে জানো?

তুমি এখন উঠে দাঁড়াবে

পিঠটা টান টান করে, মাথাটা উঁচু করে দাঁড়াবে,

তুমি কথা বলবে, অনর্গল বলবে, যা ইচ্ছে তাই বলবে,

জোরে বলবে,

চিৎকার করে বলবে,

এমন চিৎকার করবে যেন ওরা দুহাতে ওদের কান চেপে রাখে।

ওরা তোমাকে বলবে, ছি ছি! বেহায়া বেশরম

শুনে তুমি হাসবে।

ওরা তোমাকে বলবে, তোর চরিত্রের ঠিক নেই,

শুনে তুমি জোরে হাসবে

বলবে তুই নষ্ট ভ্রষ্ট

তুমি আরও জোরে হাসবে

হাসি শুনে ওরা চেঁচিয়ে বলবে, তুই একটা বেশ্যা

তুমি কোমরে দুহাত রেখে পা ফাঁক করে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আমি বেশ্যা।

ওদের পিলে চমকে উঠবে। ওরা বিস্ফারিত চোখে তোমাকে দেখবে। ওরা পলকহীন তোমাকে

দেখবে। তুমি আরও কিছু বলো কি না শোনার জন্য কান পেতে থাকবে।

ওদের মধ্যে যারা পুরুষ তাদের বুক দুরু দুরু কাঁপবে,

ওদের মধ্যে যারা নারী তারা সবাই তোমার মত বেশ্যা হওয়ার স্বপ্ন দেখবে।"


আরেক কবি লিখেছেন -


"তুমি নিজেই জানো না 

কতটা ক্ষমতা লুকিয়ে আছে তোমার অন্তরালে,

জগৎকে করে আলোকিত 

নিজের মহিমায় সকলকে করেছ তুমি ধন্য ,

নিজেকে করোনি কখনো প্রকাশ ,

থেকে গেছো চিরকাল আড়ালে,

তোমার গুরুত্ব কখনো হবে না কম।  

নারী, তুমি অপরাজেয় কালে কালে।

সংসারে অসময়ের আমিই ভরসা।

আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়।

আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়।

আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে।

কালো আকাশ মাথায় নিয়ে

আমি ছাতা হয়ে থাকি।

ছাতার নিচে সুখে বাঁচে সংসার।"



নারী সম্পর্কে কয়েকজন বিখ্যাত ব্যক্তিদের ধারণা - 

 ----------------------------------------------------------


১. " স্ত্রীদিগের উপর যেমন কঠিন ব্যবস্থা , পুরুষের উপর আলোচনার কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন পরিচয় করিলে সে আর মুখ দেখাতে পারে না। "

–  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়


২. "প্রাণকে নারী পূর্ণতা দেয়, এই নারীর মৃত্যুকেও মহািয়ান করতে পারে।" 

–  রবীন্দ্রনাথ ঠাকুর


৩. " কোন কালে একা হয়েছে ক' জয়ী পুরুষের তরবারি , প্রেরণা দিয়াছে , শক্তি দিয়াছে বিজয় -লক্ষ্মী নারী । "

–  কাজী নজরুল ইসলাম


৪. " মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারীত্বে। 

–  প্রবোধকুমার সান্যাল


৫. " নারীর হৃদয় এমন একটা জায়গা, যেখানে আমি একজন নারীকে হারিয়ে ফেলেছি৷ "

–  রেদোয়ান মাসুদ


৬. "প্রতিটি মেয়ে তার স্বামীর কাছে রাণী হতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা থাকে। 

–  হুমায়ূন আহমেদ


৭. "নিজেদের অধিকারের ব্যাপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝত যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরুদ্ধে , সবচেয়ে বড় নির্যাতন হল – মেয়েদের সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া।"

– তসলিমা নাসরিন


৮. " তোমরা আমাকে শিক্ষিত মা দাও ,আমি তোমাদের শিক্ষিত জাতি দেবো। "

– নেপোলিয়ানা বোপার্ট


৯. " নারীর কাছ থেকে পুরুষের মত কাজ করার আশা তাকে অবশ্যই সমান শিক্ষা দিতে হবে। "

–  পলিটো


১০.  "নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও ধারণা নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে। 

–  লেলিন


১১. " নারী হচ্ছে টি – ব্যাগের মত। গরম জলে দেয়ার আগে তুমি বুঝতে পারবে না সে কতটা শাক্তিশালী। "

–  এলিয়ানর রুজভেল্ট


১২. " মাতৃত্ব শুধু শক্তি যোগায় না, এটা মনে শান্তিও দেয়। তুমি নারী বলে এটা কখনই বলে না। "

–  ম্যারি কম


১৩. " আমাদের সমাজে মহিলারাই মহিলার মা। তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। "

–  মরিয়ম মাকেবা


১৪.  "নারী প্রেমের জন্য, জানার জন্য নয়।" 

–  অস্কার ওয়াইল্ড


১৫.  "যে একটি নারীকে বিবেচনা করতে পারে, সে নারীর কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে গৌরবে"। 

–  জে, বি,ইয়েস্ট


নারীদের নিয়ে কিছু স্মরণীয় উক্তি -

----------------------------------------------------------


" কোন সংস্কৃতি কতটা সভ্য তা জানতে তারা তাদের নারীদের সাথে কেমন আচরণ করে সেদিকে লক্ষ্য করো।"


" আমাদের সমাজে নারীরাই ভবিষ্যতের মা। তাই তাদের উন্নতির দিকে নজর দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। "


"সব বড় মানুষেরাই তাঁদের সাফল্যর জন্য কোন অসাধারণ নারীর সহযোগিতা এবং উৎসাহের ঋণের কথা বলেছেন। "


" মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর জায়গা। এই মন অনেক কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয় সহজে মেনে নিতে পারে না। "


" অসংখ্য কষ্ট ,যন্ত্রনা পেয়েও মেয়েরা মায়ারটানে একটা ভালোবাসা, একটা সম্পর্ক , একটা সংসার টিকিয়ে রাখতে চায়। এই জন্য মেয়েরা মায়াবতী আর মায়াবতীর কোনো পুরুষবাচক শব্দ নেই। "


" মাতৃত্ব শুধু শক্তিই যোগায় না, এটা মনে শান্তিও এনে দেয়। তুমি নারী বলে দুর্বল এটা কখনই কাউকে বলবে না। "


" ঈশ্বর নারীর প্রতিভাকে স্থাপন করেছে তার হৃদয়ে, কারণ এই প্রতিভার সৃষ্টিকর্ম হচ্ছে সর্বদাই প্রেমেরই সৃষ্টিকর্ম। "


" যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোন জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। "


" নারীর হৃদয় হলো এমন একটা জায়গা, যেখানে গেলে সকল পুরুষ নিজেকে হারিয়ে ফেলে। "


" যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম। " 


" নারীর সাহায্যে, তার চিন্তাশীলতা ও সচেতনতায় নব সমাজের নির্মাণ সুদৃঢ় হতে পারে। " 


" যে মহিলা ভিড় অনুসরণ করে সে সাধারণত ভিড়ের চেয়ে আর বেশি যায় না। যে মহিলা একা হাঁটেন তিনি সম্ভবত নিজেকে এমন জায়গাগুলিতে সন্ধান করতে পারেন যা আগে কখনও হয়নি। "


" সমতা অর্জনের জন্য নারীদের সংগ্রামের গল্পটি কোনও একক নারীবাদী বা কোনও একটি প্রতিষ্ঠানের নয়, যারা মানবাধিকার সম্পর্কে যত্নশীল তাদের সম্মিলিত প্রচেষ্টার অন্তর্ভুক্ত। "


" আপনি একজন মানুষকে শিক্ষিত করেন; আপনি একজন মানুষকে শিক্ষিত করুন আপনি একজন মহিলাকে শিক্ষিত করেন; আপনি একটি প্রজন্মকে শিক্ষিত করুন। "


" একজন মানুষের মুখ হ'ল তার আত্মজীবনী। একজন মহিলার মুখ হ'ল তার কথাসাহিত্যের কাজ। "


" নরসমাজে নারীশক্তিকে বলা যেতে পারে আদ্যাশক্তি। এই সেই শক্তি যা জীবলোকে প্রাণকে বহন করে। প্রাণকে পোষণ করে। "

-----------------------------

 

 SANKAR BRAHMA.
8/1, ASHUTOSH PALLY,
P.O. - GARIA,
Kolkata - 700 084.

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৩তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩০ মে ২০২৩

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪