Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

নাটিকা ।। দুই সেয়ানের গল্প ৷৷ জীবন পাইক

দুই সেয়ানের গল্প

জীবন পাইক


(থানার ঘর ৷ টেবিলের উপর রাখা ফাইল৷ চেয়ারে বসে দারোগা হরিপদ বাবু কাগজে কি সব লিখছিল ৷ লেখা থামিয়ে ডাকেন--)

দারোগাঃ- - কনস্টেবল কনস্টেবল নিরাপদ বাবু নিরাপদ বাবু-
কনস্টেবলঃ- ইয়েস স্যার , ইয়েস স্যার ৷
দারোগা- ইয়েস স্যার! ডেকে ডেকে গলা আমার ছিঁড়ে যাচ্ছে ৷ আর-
কনস্টেবলঃ- আপনার গলায় কি হয়েছে স্যার? বড্ড ব্যথা?
দারোগাঃ- ব্যথা তো হবে৷ তোমার মত কনস্টেবল যে থানায় থাকবে আমাদের মত পুলিশদের গলা কি আর ভালো থাকতে পারে?
কনস্টেবলঃ-আমার ও স্যার --
দারোগাঃ-আপনার আবার কি ?
কনস্টেবলঃ-গলা ব্যথা ৷
দারোগাঃ-চুপ করুন তো মশাই ৷
কনস্টেবলঃ-হ্যাঁ স্যার ৷আর বলবেন না৷ একবার ছোটবেলায় বাবার  সঙ্গে পুকুরে নেমে মাছ ধরতে গিয়ে তা প্রায় দু ঘন্টা জলে ডুবিয়ে ঠান্ডা লেগে গলা একেবারে ব্যথা ৷
 দারোগা ঃ- উফ নিরাপদ বাবু , আপনি চুপ করুন তো মশাই৷
কনস্টেবলঃ- আর স্যার বলবেন না ৷ ঠান্ডায় গলা ফুলে একেবারে ঢোল৷ কেসে কেসে হয়রান৷  মা প্রত্যেকদিন জল গরম করে দিত।

দারোগাঃ-ওহ নিরাপদ বাবু আমার ঢের হয়েছে আপনার সঙ্গে কথা বলা ৷
কনস্টেবলঃ- গরম জলে গার্গেল করতে করতে গলা একেবারে ঠিক হয়ে গেল৷ দাঁড়ান স্যার, আপনার জন্য জল গরমের ব্যবস্থা করে আসি।                      (চলে যাওয়ার উদ্যোগ করে।)
দারোগাঃ- নিরাপদ বাবু--
কনস্টেবলঃ- ইয়েস স্যার --
দারোগাঃ-আপনার এই ভাটের কথা শোনার জন্য আমি কি আপনাকে ডেকেছি? যা বলছি শুনুন-
কনস্টেবলঃ- ইয়েস স্যার ৷
দারোগাঃ- কি ইয়েস স্যার ইয়েস স্যার করেন?  কাল যে খবরটার তদন্তে আপনাকে পাঠালাম তার কি হল?
 কনস্টেবলঃ-কোন খবরটা স্যার ?
দারোগাঃ-আপনাকে চাকরিটা কে দিয়েছে বলুন তো? এক্ষুনি একটা কথা বললে পরক্ষণে ভুলে যান৷ আপনাকে নিয়ে তো দেখছি আমার কোন কাজ চলবে না। আমি এক্ষুনি আপনাকে অন্য থানায় বদলির ব্যবস্থা করছি।
কনস্টেবলঃ- করবেন না এমন করবেন না স্যার৷ আমি বিপদে পড়ে যাব৷ আমি গতকাল তো তদন্তে গেছিলাম৷
 দারোগাঃ- সাবাস! আমি তো এটাই শুনতে চেয়েছিলাম ৷তারপর ধরতে পারলে?
কনস্টেবলঃ- না স্যার হলো না ৷ 
দারোগাঃ- হলো না মানে -
কনস্টেবলঃ- পাখি ফুরুত স্যার ৷
দারোগাঃ- ফুরুত মানে ?
কনষ্টেবলঃ- তল্পি তল্পিতল্পা গুটিয়ে  একেবারে চম্পট ৷একেবারে উধাও হয়ে গেছে স্যার ৷
দারোগাঃ- বাছাধন পালাবে কোথায় ?মাটির তলায় লুকিয়ে থাকলেও যে করেই হোক ওকে ধরতেই হবে৷ চারদিকে কত রকমের ঠকবাজ চিটিংবাজ ভালো মানুষের মুখোশ ধরে ঘুরে বেড়াচ্ছে কেউ বুঝতে পারে না৷ ওদের ফাঁদে পা দিয়েছো তো একেবারেই ফেঁসে গেছো ৷তবে আপনাদেরও সাবধান , ভুলেও ওই মুখোশধারীদের ফাঁদে  কেউ পা দেবেন না ৷
কনস্টেবলঃ-  বাছাধন যতই লুকিয়ে বেড়াক না কেন যতই মুখোশ পরুক না কেন ধরা তো ওকে পড়তেই হবে ৷ 
            
                    ৷৷     পর্দা   ৷৷

                      দ্বিতীয় দৃশ্য

( ডাক্তারবাবু চেম্বারে চেয়ারে বসে আছেন পাশে দাঁড়িয়ে নতুন নার্স৷)
ডাক্তারঃ-আমার চেম্বারে তোমার চাকরিটা ভাবছি একেবারে পাকা করে দেবো বুঝলে নার্স ৷
 নার্সঃ- কিন্তু স্যার আপনার এই ডিসপেন্সারি এখানে পাকাতো?
 ডাক্তারঃ- হাঃ -হাঃ তুমি কি যে বলো নার্স !করিমপুর থেকে পালিয়ে এসেছি বলে কি আর এখান থেকে পালিয়ে যাব ?
নার্সঃ- আপনি কখন কোথায় ফুরুত করে উড়ে যান তাই ভাবি৷
 ডাক্তারঃ--ওসব বাজে কথায় তোমার না ভাবলেও চলবে ৷
 নার্সঃ- আমি ভাবছি পুলিশের তাড়া খেয়ে আবার কোথাও পালাবেন না তো ?
ডাক্তারঃ--আরে বাবা পুলিশ এভাবে আমার পিছনে পড়ে থাকবে ভাবা যায়? একেবারে জোঁকের মতো পড়ে আছে। কত লোক তো ডাক্তারি করে খাচ্ছে যাবি তো যা না সেখানে ৷ নার্স ঃ-পুলিশ তো সেখানে যায় না ডাক্তারবাবু! তবে কি --
ডাক্তারঃ--হা-হা- তুমি কি যে বলো না নার্স! আমার আবার কি ? এই জনবসতি পূর্ণ এলাকায় এমনভাবে গা ঢাকা দিয়ে থাকলে পুলিশের বাপের ও সাধ্য নেই আমাকে ধরে ৷ যাক  ওসব কথা। তোমার কাজের কি হলো নার্স ?
নার্স ঃ-- আপনার কোন চিন্তা নেই ডাক্তারবাবু একেবারে লোক দিয়ে মাইকিং করতে করতে চারিদিকে প্রচার করেছি৷
 ডাক্তার ঃ--বাহ বাহ এই তো চাই৷ শুধু মাইকিং?
নার্স ঃ-- হ্যান্ড বিল তো বিলি করেছি৷ তা নাহলে নতুন জায়গায় আপনার প্রচার হবে কি করে ? ডাক্তারঃ-- বেশ বেশ ৷তা কি প্রচার করলে শুনি ৷
 নার্সঃ-- আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ ,আনন্দ সংবাদ আগামী সোমবার ইংরেজি ১৪ই মার্চ ২০২৪ থেকে আপনাদের এলাকায় কলকাতা মেডিকেল কলেজের বিখ্যাত মেডিসিনের ডাক্তারবাবু এ কে নন্দী আসছেন আপনাদের সুচিকিৎসা দেওয়ার জন্য ৷ফিজ যৎসামান্য মাত্র ৩০০ টাকা, ৩০০ টাকা, ৩০০ টাকা ৷

ডাক্তারবাবুঃ--, তুমি মেডিসিন বলেছ আরে আরে স্কিন স্পেশালিস্ট বলতে পারোনি ?
নার্স ঃ- ওরা গ্রামের মানুষজন ৷ওরা অত কিছু বুঝবে না ডাক্তার বাবু ৷ কিছু একটা হলেই হল৷ 
ডাক্তার ঃ--তা অবশ্য ঠিক৷  আমি কি আর পাশ করা ডাক্তার ?হাতুড়ে ডাক্তার ৷আর, আর কি বললে  নার্স ?
নার্সঃ--বিফলে নগদ এক হাজার টাকা ফেরত ৷ ডাক্তারঃ----বাহ বাহ একদম ঠিক বলেছ।
 নার্সঃ---ডাক্তার বাবু হ্যান্ড বিল ছড়ানোর পর থেকে তো ঘনঘন ফোন আসছে ৷এ বলে আমার নামটা লেখ ও বলছে আমার নামটা লেখ। 
ডাক্তারঃ---- বলো কি ঘন ঘন ফোন?
 নার্সঃ-- আপনাকে দেখাবে বলে ফোন করে করে তা প্রায় ১০০ জন রোগী নাম লিখিয়েছে৷ ডাক্তারঃ-- বুঝলে নার্স প্রচার প্রচার৷ প্রচার না হলে এত রোগী আসে ?মাছ ধরতে গেলে আগে তো টোপ দিতে হবে ৷ চার ছড়াতে হবে না?
 নার্সঃ----টোপটা আপনার জব্বর হয়েছে ডাক্তারবাবু ৷ কড় কড়ে হাজার টাকার নোট৷ তবে সেবারের মতো কাশির সিরাপ খাওয়াতে গিয়ে রোগীর মুখে যেন পেট্রোল ঢেলে দেবেন
 না ৷
 ডাক্তারঃ-- সিরাপের শিশি আর পেট্রোল এর বোতল কাছাকাছি ছিল হে ৷ছোট লেখা বুঝতে পারিনি ৷পুলিশও হয়েছে তেমন একেবারে তাড়া করে বেড়াচ্ছে ৷ভুল একটু হয়ে গেছে ৷ক্ষমা ঘেন্না করে দেওয়া যায় না?  বলি তোদের কি আর অন্য কোন কাজ কম্ম নেই ? আমার পিছনে পড়ে থাকতে হবে ?

                     ৷৷     পর্দা   ৷৷

                 ৷৷   তৃতীয় দৃশ্য. ৷৷

( ঝাঁটা হাতে ঘরের কাজে ব্যস্ত উকিল গিন্নি )
উকিল গিন্নি ঃ--রাগে আমার গা হাত পা থর থর করে কাঁপছে ৷গা পিত্তি একেবারে জ্বলে যাচ্ছে ৷ না না আমি তো একটা ঘরের মেয়ে মানুষ ৷দিন রাত এক করে ঘরের কাজ কত্তিছি ৷ আর আমাদের উকিল বাবু হয়েছে বড়ো বিশাট লোক ৷ গায়ে হাওয়া লেইগে ঘুত্তেছে ৷ সারা দিন টোঁ টোঁ করে এ পাড়া ও পাড়া কত্তেছে ৷নামে উকিল ৷কোন মক্কেল নেই ৷হবে কি করে কোর্টে কেস উঠেছে তো হেরেছে ৷আমাদের উকিল বাবু একেবারে হেরো পার্টি ৷ এদিকে পথে বেরোলেই হাত পেতে বসে আছে দাও টাকা ৷

    (হন্তদন্ত হয়ে উকিল বাবুর প্রবেশ ৷)
উকিল ঃ-- গিন্নি গিন্নি বলি কোথায় গেলে গো --
উকিল গিন্নি ঃ-- কেন কি হয়েছে তোমার এত চিৎকার কেন?
উকিল ঃ--গিন্নি জিভ নষ্ট হয়ে গেছে গো জিভ টা একেবারেই গেছে ৷
 উকিল গিন্নি ঃ-- বল কি?
 উকিল ঃ--আর স্বাদ পাচ্ছি না গো, আর স্বাদ পাচ্ছি না ৷
 উকিল গিন্নি ঃ-- কি বলছো এসব? তোমার আমি পই পই করে বলেছি ওই গরম চা ঢক ঢক করে খাবে না ৷ নিশ্চয়ই ওই ভোলার দোকান থেকে জিভ পুড়িয়ে এসেছো ?
 উকিল ঃ-- গিন্নি ৩০০ টাকা দিতে হবে। দাও দাও৷ আমি এক্ষুনি ডাক্তার দেখাতে যাব৷
 উকিল গিন্নিঃ-- তুমি তো আজব লোক ৷ দেখি দেখি কোথায় তোমারেছে দেখাও বের কর উকিল ঃ--দাঁড়াও দাঁড়াও তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি এই দেখো ৷
 ( পকেট থেকে উকিল একটা বিজ্ঞাপন বের করে দেখায়)
উকিল গিন্নি ঃ--, এটা আবার কি? 
উকিল ঃ--এটা হল গিয়ে বিজ্ঞাপন৷
গিন্নি এটা ডাক্তারের হ্যান্ড বিল ৷ ডাক্তার দেখালে ৩০০ টাকা ফিস দিতে হবে আর বিফলে হাজার টাকা ফেরত ৷
 উকিল গিন্নিঃ-- কিন্তু তোমার জিভ?
 উকিলঃ--ধ্যেত, ওসব বাজে কথা ৷ ওইটা তো ডাক্তারকে বলবো  ৷তুমি দাও ৩০০ টাকা। দেখবে চলো। দেখবে চলো ডাক্তার কে কেরাম বেড়ে ফেলে দিই ৷ হাজার টাকা আদায় করে নেব চলো চলো দেরি করো না ৷ সব সময় তোমার বুদ্ধির উপর চললে হবে একবার আমার বুদ্ধির উপর চলো৷
উকিল গিন্নিঃ-- সব সময় চালাকি করতে যেও না ফাঁদে পড়ে যাবে এই আমি বলে রাখলাম। উকিলঃ-- তোমার ভাবতে হবে না গিন্নি ৩০০ টাকা দিলে একেবারে হাজার টাকার কড় কড়ে নোট ৷তুমি ভাবতে পারছো গিন্নি হাজার টাকা ৷

                    ৷৷   পর্দা   ৷৷

                     ৷৷    চতুর্থ দৃশ্য   ৷৷

( ডাক্তার চেম্বারে বসে আছে নার্স ছুটে এসে বলল ৷ দুটি চেয়ার চেম্বারে৷ একটিতে ডাক্তারবাবু বসে অন্যটি খালি ৷)

নার্স ঃ--ডাক্তারবাবু-- ডাক্তারবাবু-- দূরে একজন লোক আর একজন মহিলা মনে হয় ওনার  স্ত্রী ৷দুজনেই এই দিকেই আসছে। 
ডাক্তারঃ-- তারপর -তারপর-
 নার্সঃ-- হাতে আমাদের হ্যান্ডবিল ৷
ডাক্তারঃ-- তাই নাকি!
 নার্স ঃ--কিন্তু-
 ডাক্তারঃ-- কিন্তু কি?
নার্স ঃ- এদিক ওদিক ঘুরছে ৷ মনে হয় ঠিকানা খুঁজছে৷
 ডাক্তারঃ-- আহা, আমার লক্ষী রুগী পথে পথে ঘুরছে৷ যাও যাও নার্স ওকে এখানে নিয়ে এসো ৷ নার্স ঃ-- ঠিক আছে ডাক্তারবাবু ৷
( নার্স যাওয়ার উদ্যোগ করে এমন সময় ফোন বেজে ওঠে)
 হ্যালো হ্যালো কে বলছেন ? ও ডাক্তারবাবুকে দেখাবেন? নাম লেখাতে চান? ঠিক আছে নাম লেখাতে হবে না চলে আসুন ৷ হ্যাঁ হ্যাঁ, ডাক্তারবাবু এখানে আছেন ৷ ডাক্তারবাবু , ওনারা এসে গেছেন-- আসুন -আসুন-।
( উকিল ও উকিল গিন্নির প্রবেশ)
ডাক্তার ঃ--বসুন বসুন এই চেয়ারটাতে বসুন৷ দেখি দেখি, স্টেথিস্কোপ নিয়ে উকিলের বুকে চেপে ধরেন ডাক্তারবাবু। 
উকিলঃ--আমার বুকে কিছু হয়নি। 
ডাক্তারঃ--বুকে নয় ?তবে?
 উকিলঃ-- আমার জিভে  ডাক্তারবাবু৷
ডাক্তার ঃ-- ও আচ্ছা ও আচ্ছা- জিভে আপনার কি হয়েছে ?
উকিলঃ-- কোন স্বাদ পাইনা ডাক্তার বাবু৷ আমার কি হবে ডাক্তারবাবু ?
ডাক্তারঃ--ঘাবড়াও মত। ভয় পাবেন না। সব ঠিক হয়ে যাবে ৷
উকিল গিন্নি ঃ-- বলেন কি ডাক্তার বাবু সব ঠিক হয়ে যাবে ?
ডাক্তারঃ-- সব ঠিক হয়ে যাক আপনারা চান না?
 উকিল গিন্নিঃ-- হ্যাঁ হ্যাঁ তাইতো তাইতো ৷
 ডাক্তারঃ-- নার্স -নার্স- ২২ নম্বর বোতলটা থেকে পেশেন্টের মুখে পাঁচ ফোটা ঢেলে দাও তো৷ (উকিল ও উকিল গিন্নি। মুখ চাওয়া চাই করে ৷)
 নার্স ঃ--হাঁ করুন তো আপনি  ৷দেখি- দেখি- (নার্স একটা বোতল থেকে উকিলের মুখে ওষুধ ঢেলে দেয়৷)
 উকিল ঃ--ওয়াক -ওয়াক- থু- থু-
 ডাক্তার ঃ--একি- একি- ওষুধ ফেলছেন কেন ? কি হলো?
 উকিল ঃ--ইশ ছি- ছি -ছি এই একটা ওষুধ? এই একটা ওষুধ?
 ডাক্তারঃ-- নার্স কি ওষুধ দিলে?
 নার্স ঃ--আপনার ২২ নম্বর বোতল থেকেই তো দিলাম৷
 উকিলঃ-- ওটা একটা ওষুধ? হায় হায় গিন্নি মুখে আমার পেট্রোল ঢেলে দিল গো- পেট্রোল ঢেলে দিলো গো-কি হবে আমার ?
 ডাক্তার ঃ-পেট্রোল? বাঃ বাঃ  এইতো আপনি স্বাদ ফিরে পেয়েছেন ৷ দিন- দিন -আমার ভিজিট টা দিন দেখি- ৩০০ টাকা ৷
 উকিল ঃ--দাও -দাও -গিন্নি ৩০০ টাকা দাও ৷ (মুখটা কাঁচুমাঁচু করে দুজনে  তাকায় ,
উকিল গিন্নি কাপড়ের খুঁট থেকে ৩০০ টাকা বের করে ৷)


                    ৷৷   পর্দা   ৷৷

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত