Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অণুগল্প ।। বিষাদদূরীকরণ ।। লিপিকর


বিষাদদূরীকরণ

লিপিকর 


ছেলেটি পরীক্ষায় জানিয়াছিল চকোলেট্‌ মনোবেদনা অপনোদক।


জ্ঞানলাভের অনতিপরেই তাহার দুঃখবিলাস দ্রুতবর্ধিত হয় ও নিকটবর্তী মনিহারী দোকানে চকোলেট বার বিক্রয় বহুগুণ বাড়ে। তবে ছেলেটি স্বাস্থ্যসচেতন, জিম্ন্যাশিআম যাইবার নিয়মিত দাবী করে, তাই দেশে চকো-দুর্ভিক্ষ হয় নাই। মেয়েটি তাহার চকো-প্রীতি-র এই ছলনা-টুকু অবহিত ছিল এবং মাঝেমধ্যেই পরিহাস করিত। 


অধুনা ছেলেটির চকোলেটগুলি দ্রুত নি:শেষিত হইতেছে। সাপ্তাহিক বাজারে সে গণিয়া ক্রয় করে, কিন্তু ২-৩ দিবসেই তাহা নিঃশেষ হয়, অথচ সে পূর্বে দৈনিক যে'কটি খাইত, এখনো সেইকটিই খাইয়া থাকে। ১-২ সপ্তাহ সে গুরুত্ব দেয় নাই, অতঃপর সে দস্তুরমত নিজের চকোলেট্‌ খাইবার সময় সেলফোনে নোট্ করিল, তথাপি মঙ্গলবারের মধ্যে ভান্ডার নি:শেষিত হইয়া গেল। পরের সপ্তাহে পাড়ার দোকানির সহিত তাহার সামান্য বাক্যবিনিময় ঘটিল, কারণ সে চকোলেট ২-৩ বার গণিল, এবং বহুদিনের পুরাতন বিক্রেতা তাহার চরিত্র বা গাণিতিক ক্ষমতার উপর এই আচম্বিৎ সন্দেহ সহ্য করিবে কেন? ফলত: প্রাপ্তবয়স্ক পুরুষের চকোলেট্‌ গ্রহণের নিন্দনীয়তা বিষয়ে জনসমক্ষে জ্ঞানলাভ করিয়া ছেলেটি বহু দশকের পুরাতন মনিহারী দোকান-এর সংশ্রব ছাড়িয়া একটি সুপার্মার্কেটে বাজারের সিদ্ধান্ত লইল। অঞ্চলে ছেলেটিকে লইয়া যে মুচকী হাস্যের নূতন সূত্রপাত ঘটিয়াছে, এবং মেয়েটির তাহা গোচরীভূতও, তাহা সে জানিল না।


পরের সপ্তাহে সুপারমার্কেট হইতে বাজার আসিল। মেয়েটি ঈষৎ অবাক, কিঞ্চিৎ খুশী। ছেলেটি ব্যাগটি তাহার হস্তে দিয়া ষড়যন্ত্র করিবার কন্ঠে মেয়েটিকে কহিল - "কাজের লোকের ওপর এবার থেকে একটু নজর রেখো তো!"

মেয়েটি বিস্মিত ও সামান্য উদ্বিগ্ন হইলো "কেন?"

"ও ফ্রিজ থেকে জিনিষ সরায়।"

"সে কি? কি সরিয়েছে ? আমি জানি না, তুমি জানলে কী করে?"

"গত কয়েক সপ্তা ধরে চকোলেট্‌ সরাচ্ছে। আজকাল সপ্তা'র চকোলেট সোমবারেই শেষ হযে যাচ্ছে।"

"তাতে ওকে দোষ দিচ্ছ কেন? চকোলেট্‌ শেষ হয় আমি খেয়ে ফেলি বলে।"

"কেন ? তুমি খাও কেন?" ছেলেটি বিস্মিত, তাহার দীর্ঘদিনের সঙ্গিনীর এই অধঃপতন সে পূর্বে ভাবে নাই। ।

"বা রে" - মেয়েটি হাসিল "বারগুলো ফুরোলে তোমার মন খারাপ হবে ভেবে আমার কান্না পায় যে। তখন মন ভাল করতে হয়।"


পরের সপ্তাহান্ত হইতে সুপার্মার্কেটে একজন খরিদ্দার নিয়মিত দ্বিগুণ চকোলেট্‌ ক্রয় করিতেছেন বলিয়া অঞ্চলে গুজব চলিতেছে।

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৩তম সংখ্যা ।। জ্যৈষ্ঠ ১৪৩০ মে ২০২৩

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪