কবিতা ।। নারী ।। ভুবন সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। নারী ।। ভুবন সরকার

নারী

ভুবন সরকার


নিজেকে আড়াল করার কিছুই নেই
দেহাতি শরীর জুড়ে গড়িয়ে পড়ছে লালা
কুৎসিত কামনা সিক্ত জলে নাইছি রোজ
সে হোক শহরের জনবহুল ব্যস্ত পথ
কিংবা গ্রামের নির্জন মাটি ।

নিশ্চিত নিরাপদ বলে কেউ নেই কিছু নেই
সীমানা ছাড়িয়ে গেলেই জেগে উঠে ক্ষুধা
মস্তিষ্কের কোষে  উদগিরণ হয় জান্তব উল্লাস
খুড়ে খায় লক্ষ লক্ষ চোখের বেআব্রু গ্রাস
 অনাস্বাদিত পঙ্কিল আনন্দে, নীল আকাশের নিচে ।

হয়তোবা এভাবেই পেরিয়ে যাবে উচ্ছল রঙিন বসন্ত
মেঘের আড়ালেও লুকিয়ে দেখবে চুপিচুপি সময়
কোয়াশার চাদরে ঢাকা অনাস্বাদিত সবুজের মুখ
কিংবা সন্ধ্যার ধূষর রঙে মিশে থাকা বিবর্ণ 
 প্রাচীন অরণ্যের নিচে এক অলিক স্ফটিক ।

নিজেকে আড়াল করার কিছুই নেই
জনারণ্যে অনির্বাণ ক্ষুধার অগ্নিবলয়ে আজো 
জ্বলছি অনাকাঙ্ক্ষিত কামনার বিষের চিতায়
শিশু থেকে বৃদ্ধা কেউ নেই নিরাপদ
চারপাশে নানা বেশে বাড়ছে দুঃশাসনের ভিড়।
 
==============

Bhuban Sarkar
GREEN HOUSE
VILL. BIRPARA
P.O. ALIPURDUAR
DIST. ALIPURDUAR
PIN.736121
W.B. INDIA




No comments:

Post a Comment