কবিতা ।। ন্যায়ের পথটি চেয়ে ।। সুচেতা বিশ্বাস চৌধুরী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Sunday, March 17, 2024

কবিতা ।। ন্যায়ের পথটি চেয়ে ।। সুচেতা বিশ্বাস চৌধুরী

ন্যায়ের পথটি চেয়ে

সুচেতা বিশ্বাস চৌধুরী



বন্দি আকাশ মিশকালো মেঘে ঢেকে গেলে অকারণ, 
স্ট্রীটলাইটেও জমে নিঝুমতা, নিরাশা আস্তরণ।

ঢেকে যায় ধীরে তারা খসা যতো আঁধারের গলি ধরে, 
ঠিকানা হারিয়ে জোনাকিরা আজো চুপিসারে জ্বলে মরে।

ক্ষীণ হয়ে আসে দীপ্তি আশার, বিদীর্ণ রূপকথা; 
দহনের বুকে প্রজাপতি তবু এঁকে চলে ইতিকথা।

টুটি টিপে ধরে কালো হাত এসে, আর্তনাদটা মিছে, 
রাজপথ জুড়ে মৌন মিছিল, জনক্ষোভ হাঁটে পিছে।

ক্ষোভের পাহাড়ে জমে কালশিটে, অপবাদ মুঠো মুঠো ,
হঠাৎ প্লাবন ভাসিয়ে দিয়েছে ভরসার খরকুটো।

অগ্রগতিরা ষড়রিপু গ্রাসে, ঝাপসা ভবিষ্যত'ও; 
সুবিচার যেন কৃতদাস বেশে ম্রিয়মান, অবনত।

তবুও দুচোখ আশাবাদী হয় ন্যায়ের আকাঙ্ক্ষায়,
নারীর ভূষণ লুন্ঠিত আজো কে নেবে তার দায়?

সেই সকালটা আসবে কি ফিরে; সব কালো মুছে যাবে? 
যেখানে আবার ছাইয়ের স্তূপে ফিনিক্স'রা জন্মাবে।

সেইদিন তবে আসুক আবার জন্মাক সূর্যেরা
আগামীর সেই পথটাকে চিনে হেঁটে যাক স্বপ্নেরা।

----------------------------------------------------------

নাম : সুচেতা বিশ্বাস চৌধুরী
ঠিকানা: ব্যাঙ্গালোর

No comments:

Post a Comment