আমার চোখে আদর্শ নারী কেমন তা বলার আগে কিছু প্রসঙ্গ তুলে ধরতে হয় । কদিন আগেই পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। যা সারা বিশ্বে নারীত্বের একটি গুরুত্ব পূর্ণ উদ্যাপন। এই দিনটি বিশেষ করে নারীদের কৃতিত্বকে সম্মান করে এবং লিঙ্গ বৈষম্য সম্পর্কে সচেতনতা বাড়ায়।মেয়েদের শিক্ষার প্রসার ঘটানো এবং সমাজের সকল অংশ থেকে লিঙ্গ পক্ষপাত দূর করা খুব দরকার ।
এটি এমন একটি দিন যখন নারীরা জাতীয়, জাতিগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বিভেদ বিবেচনা না করে তাদের কৃতিত্বের জন্য স্বীকৃত হয়। সেই প্রথম বছর থেকে, আন্তর্জাতিক নারী দিবস একইভাবে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মহিলাদের জন্য একটি নতুন বৈশ্বিক মাত্রা গ্রহণ করেছে।
সাধারনত নারীবাদী আন্দোলন বা নারী আন্দোলন বলতে সন্তানধারণ সংক্রান্ত অধিকার, গৃহ নির্যাতন, মাতৃত্বকালীন ছুটি, নারীদের সমান বেতন, নারীদের ভোটাধিকার, যৌন হয়রানি ও যৌন সহিংসতার মতো বিষয়গুলি সংস্কারের উদ্দেশ্য কতগুলি ধারাবাহিক প্রচারাভিযানকে বোঝায়।
কিন্তু প্রশ্ন হলো বর্তমান যুগে নারী দিবসের প্রকৃত মূল্য বুঝে কি মহিলারা উদযাপন করেন ? প্রকৃত নারীবাদ কি? এর মূল্যায়ন করেন কি তাঁরা? প মুষ্টিমেয় কিছু নারী যাঁরা প্রকৃতই ভালো কাজের সাথে যুক্ত এবং তাঁদের কাজের দ্বারা মহিলা, শিশু নিপীড়িত মানুষ ,সংসার সমাজ দেশ উপকৃত হচ্ছে কোনো না কোনো ভাবে তাঁরা ছাড়া বাকি দের দেখা যায় নারী আন্দোলন ,কি নারীর সাহসিকতা বলতে পোষাক উন্মোচন কেই বুঝছে । আজকাল সোশ্যাল মিডিয়া, রিলস আশে পাশে বহু জায়গায় বেশির ভাগ ( সবাই না ) মেয়েদের আচরণ বলে দিচ্ছে নারী স্বাধীনতা বলতে কি বোঝে তারা ।
একটা সময় ছিল স্বামী সহ শ্বশুরবাড়িতে পণের দাবিতে বা নানা কারণে গার্হস্থ্য হিংসার শিকার হয়ে বহু নারী হয় খুন হয়েছেন না হয় আত্মহত্যা করেছেন তার জন্য ভারতীয় বিচার ব্যবস্থায় আইন কঠোর হয়েছে কিন্তু সেই আইনের সুবিধা নিয়ে অনেক মিথ্যা কেস নারীরাও প্রেমিক কি স্বামী কি শ্বশুরবাড়ি সামাজিক ভাবে তে হেনস্থা করছে এবং মোটা অংকের টাকা নিয়ে সব সুবিধা নিজেই নিয়েছে ।
যৌণ হেনস্থা কিন্তু নারী রাও তাঁদের অফিসে , সংসারে না অন্য কোনো প্রতিষ্ঠানে করছেন । অনেক জগতে বিখ্যাত হবার জন্য বা ধনী হবার জন্য বহু নারী অসৎ উপায় অবলম্বন করেছেন এমন উদাহরণ মিলেছে ।
আবার তারাই কাজ মিটে গেলে নিজেকে বড়ো জায়গায় নিয়ে গেলে অন্যদের ব্ল্যাক মেল করছে ।
ভিকটিম কার্ড নিয়ে খেলেছে । নারী স্বাধীনতার সুযোগ নিয়ে তার অপব্যবহার করেছে । এক তরফা আইনের ফলে সে জিতেও যাচ্ছে এবং সেটা কে নারী আন্দোলনের জয় হিসাবে দেখানো হয় কিন্তু সেই সব কেস সব গুলোই কি সত্যি ? এটা একটা বড়ো প্রশ্ন ! সঠিক বিচার কি হয় সবার এবং সবের?
তাহলে যে উদ্দেশ্যে নারী দের জন্য এত আন্দোলন এত কর্ম , উদ্যোগ সেটার উদ্দেশ্য কোথাও একটা ধাক্কা খাচ্ছে না কি? তখন এই নারী দিবস পালন কেমন যেন সাজানো লাগে ।
নারী স্বাধীনতা বলতে বর্তমান যুগে নগ্নতা প্রদর্শন , নারী দের জন্য আনা এক তরফা আইনের অপব্যবহার ,সমাজে স্বেচ্ছাচারিতা আর কিছু খারাপ মানসিকতার পুরুষ দের জন্য সমগ্র পুরুষ জাতি কে দোষী বানিয়ে ভিকটিম কার্ড খেলা ও টাকা নেওয়া এটাই ভীষণ ভাবে দেখা যাচ্ছে আজকাল।
এবং তাদের সময় যাচ্ছে কোনো ভালো কাজে না, শুধু সারাদিন রূপচর্চা তে।এটাই এখন মেন কাজ ।
বিদ্যা বুদ্ধি সৎ কর্ম না শুধুই বাহ্যিক সৌন্দর্য বিকশিত করা .. এটাই তাদের লক্ষ্য।
অবশ্যই সবাই না তবে অধিকাংশ ই এমন !.ব্যতিক্রমী দের কথা আলাদা । তাঁরা আছেনও। তাঁদের চিন্তা ভাবনা আলাদা ।
সংসারে সমাজে নারী পুরুষ উভয় ই সমান গুরুত্ব পূর্ণ। তাদের সম্পর্ক একে অপরের সাথে প্রতিযোগিতার না ।সহযোগিতার ।তবেই সৃষ্টি কর্ম সব কিছু সুন্দর ,সামঞ্জস্য পূর্ণ থাকবে ।এর জন্য নারী পুরুষ দুজন কেই সচেষ্ট ও সোচ্চার হতে হবে ।
একটি পুরুষ যা পারে একটি নারী ও তাই পারে না আবার একটি নারী যা পারে সে সব কিছুই পুরুষ পারে না । সব কিছুই দুজন পারবে এটা বলা ভুল।দুজনের শরীর ,স্বত্তা ,মানসিকতা আলাদা ।কিন্তু কিছু কিছু জিনিস যেমন বিদ্যা বুদ্ধি কর্মের জগতে নারীরাও পুরুষের মতোই দক্ষতার প্রমাণ রেখেছে রাখছেও।
কিন্তু শুধু রূপ চর্চা, পর চর্চা আর নগ্নতা প্রদর্শন করে চললে কর্মের জগতে নিজের সেরা কে নারী কিভাবে তুলে ধরবে ? এর জন্য দরকার নারীদের সৎ ও সুন্দর ও সুস্থ মানসিকতার । তবেই নারী আন্দোলনের স্বার্থকতা ।
আর আমার চোখে সেই নারী ই আদর্শ যিনি তাঁর ব্যক্তিত্ব,বুদ্ধি , বিদ্যা,ব্যবহার , গুণ ,জ্ঞান রুচি, শিক্ষা সভ্যতা , সংস্কার শালীনতা তে সংসারে কি সমাজে , দেশে কি বিশ্বে উজ্জ্বলা। তাতে তাঁর বাহ্যিক সৌন্দর্য থাক বা না থাক ! যিনি কিছু ভালো দিকে পথ দেখিয়েছেন ।মানুষের জন্য কিছু করার তাগিদ অনুভব করেছেন এবং করেছেন । আমার কাছে তাঁরাই আসল বীরাঙ্গনা। কোনো ফিল্মের নায়িকা কি ফ্যাশান জগতের মডেল তিনি যত সুন্দরী হন না কেনো আমার বিন্দুমাত্র আগ্রহ জাগে না তাঁর প্রতি যদি তাঁর কোনো ব্যক্তিত্ব রুচিশীলতা ও শালীনতা না থাকে ।
সত্যিকারের আদর্শ যে নারীর মধ্যে বহমান দেখি তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা থাকে সবসময় ।
------------------------------------
জয়শ্রী বন্দ্যোপাধ্যায়, পাল্লারোড, পূর্ব বর্ধমান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন