Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

নিবন্ধ ।। এবার পুজো হোক ন্যায়বিচার ও সম্প্রীতির ।। পাভেল আমান

 

এবার পুজো হোক ন্যায়বিচার ও সম্প্রীতির 

পাভেল আমান

 
দেবী পক্ষের সূচনার মধ্যে দিয়ে সারা বাংলা জুড়ে শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। শেষ মুহূর্ত প্যান্ডেলে প্যান্ডেলে প্রস্তুতির ব্যস্ততা ও প্রতিমার স্থাপন। এক কথায় বলতে গেলে সাজো সাজো রব। চারিদিকে তাকালেই নয়নাভিরাম কাশফুলের অপূর্ব বাহার জানান দিচ্ছে  মায়ের আগমন। যদিও এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ঘনঘটাতে পশ্চিমবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। রাজ্যের বেশ কয়েকটি জেলাতে বানভাসি অবস্থা। তবুও প্রত্যাশা রাখি নিম্নচাপ বিদায়ে রোদ ঝলমলে আবহাওয়াতে আপামর বাঙালি তাদের প্রাণের উৎসব শারদ উৎসবে মেতে উঠবে। সারা বছরের প্রতীক্ষার প্রহর গুনে আবাল বৃদ্ধ বণিতা পুজোর এই কটা দিনে তারা যেন আনন্দ উচ্ছ্বাসে উদ্বেলিত হয়ে ওঠে। এভাবেই ধারাবাহিকতার সাথে বাঙালিরা তাদের ভালোলাগার বড় গর্বের শারদ উৎসবকে পালন করে আসছে। 
 
    কিন্তু এ বছরের দুর্গা পুজোতে বাঙালি যেন বিষণ্ণ মনমরা তাদের প্রতিবাদী কাছের জন আর জি করের তরুণী চিকিৎসক তিলোত্তমার নৃশংস ও বিভীষিকাময় মৃত্যুতে। রাত দখলের লড়াই থেকে শুরু করে দুমাস ধরে চলছে গলি থেকে রাজপথ প্রতিবাদ বিক্ষোভ মিছিল তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে। এবারের পুজোতে মিশে গেছে একরাশ দুঃখ যন্ত্রণার নিদারুণ কথা মালা যেখানে তিলোত্তমার অপরাধীদের শাস্তির দাবিতে বাঙালির স্বতঃস্ফূর্ত আবেগের মুখরিত স্লোগান। আমরা ভুলতে পারবো না তিলোত্তমার আত্ম বলিদান দুর্নীতি অন্যায় অত্যাচারীর বিরুদ্ধে নিরন্তর লড়াই। বুকের মাঝে জমানো বিক্ষোভকে লালন করে ন্যায় বিচারের জন্য সম্মিলিত কলরব। সারা বাংলা জুড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপামর বাঙালি মননে এখনো দগ্ধতা বিষাদের আবহ। 
 
    মহালয়ার পিতৃতর্পণের মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনাতে বারংবার ফিরে আসছে আমাদের তিলোত্তমার কাঙ্খিত ন্যায়বিচার। ইতিমধ্যে চারিদিকে  দোকান বাজারে শপিংমলে পুজোর শেষ মুহূর্তের কেনাকাটার ভিড়। ব্যবসায়িকরা আশায় বুক ভরে পুজোকে ঘিরে উপার্জনের জন্য। কত মানুষের রুজি রোজগার সারা বছরের সংসার খরচের টাকা অনেকটাই উঠে আসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মধ্যে দিয়ে। এ কথা বলার অপেক্ষা রাখে না দুর্গাপুজো আজ ধর্মের গণ্ডি পেরিয়ে সর্বজনীন উৎসবে পরিণত যেখানে মুসলিম রাও অংশগ্রহণ করে। সম্প্রীতির পিঠস্থান ধর্মনিরপেক্ষতার ধাত্রীভূমি এই বাংলাতেই হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের পারস্পরিক সহযোগিতায় দূর্গা পুজো করে আসছে। পুজোর অমলিন আনন্দে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে একে অপরের ভাব বিনিময়ে এভাবেই গড়ে উঠেছে বাংলার সংহতি ভাতৃত্ব সৌহার্দ্য সমন্বয়ে সর্বোপরি সম্প্রীতির নিখুঁত মেলবন্ধন। এখানেই শারদ উৎসবের প্রাসঙ্গিকতা। যদিও সাম্প্রদায়িক রাজনীতির  বিস্তারে বিদ্বেষ বিভাজন অসহিষ্ণুতা বাতাবরণে কোথায় কোথাও বিনির্মিত অদৃশ্য বিভাজনের বেষ্টনী। 
 
    তবে একটি কথা বাঙালি সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি সমন্বয়ী ভাবনাকে আত্মস্থ স্মরণ লালন করে বাঙালিরা এখনো সম্প্রীতি সৌহার্দ্যের আদর্শ নীতিতে হেঁটে চলেছে। ভুলে গেলে চলবে না এই বাংলা রামকৃষ্ণ বিবেকানন্দ মহসিন রবীন্দ্রনাথ নজরুলের চিন্তাভাবনায় পরিপুষ্ট। মন্দিরের ঘন্টা ধ্বনির পাশাপাশি মসজিদের আজানে বাঙালির দিন যাপনের ধারাবাহিকতা প্রবাহমান। ঈদ পূজোর উৎসবে আমরা সবাই আনন্দটাকে মন প্রাণে উদ্দীপিত করতে উদগ্রীব হয়ে উঠি। সেখানে আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি। বাংলা সংস্কৃতি বাংলা ভাষা বাংলা ঐতিহ্য আমাদের বড় গর্বের আনন্দের। এভাবেই যুগ যুগ ধরে সুখে-দুখে বিপদে-আপদে ধর্মের গন্ডি পেরিয়ে বাঙালি চেতনায় জাগরনে শান দিয়ে আমরা পারস্পরিক সহযোগিতা সহমর্মিতা সহানুভূতি মনোভাবেই বেড়ে উঠেছি এই শস্য শ্যামলা সুজলা বাংলায়। 
 
    পরিশেষে একটি কথা আসুন আমরা সবাই মিলে দল বেঁধে পবিত্র মননে মায়ের আরাধনার মধ্যে দিয়ে বিদ্বেষ বিভাজনকারী অপশক্তিকে দূরে সরিয়ে সমাজ থেকে অত্যাচারী নারী ঘাতক অসুরদের বিনাশ করতে বিবেক চেতনা ও মনুষ্যত্ববোধকে জাগিয়ে তুলি। দেবী দুর্গার কাছে আমাদের প্রত্যেকের বিনীত প্রার্থনা শোষণ বঞ্চনা অন্যায় অত্যাচার নিপীড়ন দুর্নীতি সাম্প্রদায়িকতার বিনাশে সমাজে প্রতিষ্ঠিত হোক ন্যায় বিচার মানবতা সর্বোপরি আজন্ম লালিত সম্প্রীতি। 




মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক