Featured Post

গুচ্ছকবিতা ।। আবদুস সালাম

 

  গুচ্ছকবিতা ।। আবদুস সালাম

বিবর্ণ শালিক


 এক টুকরো সর্বনাশ বদলে দেয় জীবনের গতিপথ
 শূন্যতারা জলকেলিতে মগ্ন
 বিপর্যয় নেমে আসে সংসারে 

ভাঙার  সাঁকোর উপর গান করে বিবর্ণ শালিক
করুণার জলে  স্নান সারে ডানাভাঙ্গা কোকিল 
জীবন জুড়ে উপভোগ করছি শুধু পরাজয় মাখা আহ্লাদ


মৃত ফুল


নীরব অভিমান ছুঁড়ে দিই:
বেদনাহত পাড়ায়  ওঠেনাভিশ্বাস   
 সংবেদনশীল বাগানে গাঁথি মৃত ফুলের মালা 


মায়া


শূন্যতার আফিম খেয়ে ভাসছি আকাশে নির্জীব অবকাশ মেনে বুকটা খাঁ খাঁ করে

 মায়ার বাঁধনে আটকে গেছি
 তোলপাড় ভালোবাসার স্টেশন 

সবুজের হাতছানিতে মৃত্যু ভুলে যায় 
সাদা কুয়াশা  মেখে নেয় শরীর 

 পাড় ভেঙে যায় 
একবুক শূণ্যতায় সান্ধ্যনদী ছুটে যায় মোহনার দিকে


রসদ


ভালোবাসা আমাকে বাঁচিয়ে রাখে
সব ঘৃণা জোগায় বাঁচার রসদ

মোহগ্রস্ত পাগলামি নিয়ে কেউ বাঁচতে পারে না
তাই ভুলে যেতে পরামর্শ দিই বারবার

সব বিদায় নিয়ে চলে গেছে পলেস্তারা খসা কামনার দেওয়াল
শুধু মৃত টবটি  দমবন্ধ আকুতি নিয়ে  জানালার পাশে ভালোবাসার রসদ জোগায়


উপবাস রঙের পতাকা 

কামধেনুর মতো দোহিত হচ্ছে দেশ 
আমরা তাকিয়ে দেখছি শুধু
    
 ক্ষুধার অন্ন তুলে দিচ্ছি ওদের  মজুদ ঘরে বিরিয়ানির ম,ম, গন্ধে পিছন পিছন ছুটছি

 ধর্মের টোপর মাথায় দিয়ে শিখছি  উপবাসের পাঠ
 ধর্মমানব সব মহল্লায় টাঙিয়ে দিচ্ছে উপবাস রঙের পতাকা
 
###
 
আবদুস সালাম 
প্রয়াস শ্রীকান্তবাটি মাদারল্যান্ড মুর্শিদাবাদ৭৪২২২৫


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী