Featured Post

দুটি কবিতা ।। রুদ্র সুশান্ত

 
 

যে যা-ই বলে বলুক 


বহুদিন পর ফিরে এলে; ফিরে এলে তুমি-
এ যেনো আকাশ থেকে নেমে আসা উড়নচন্ডী আমি; 

এতো কাছে এসে অভয় দিয়েছো তুমি,তবুও ভয়ে করেছি বাস-
রোজকার দেখি শয়নে-স্বপনে আমাদের মিলন সর্বনাশ। 

পাড়ায় পড়েছে হট্টগোল, লোকেরা এখন বলছে ছিঃ
তোমাকে বুকে টেনেছি; এই পাপে আমি নাকি অপরাধী।

মান যায় যাক,পেয়েছি তোমাকে ফিরে এই মোর বাঞ্ছাপূরণ-
আমাদের প্রেম রটে যাক গাঁয়ে,মুখে মুখে তারা করুক বরণ। 



মেঘবালিকার সাথে প্রেম


মেঘ জমেছে আকাশকোণে বৃষ্টি আহ্বানে;
তুমি কি তা জানো মেয়ে, জানো কি তার মানে? 

মেঘ জমেছে,প্রেম জমেছে, আলো-আধাঁর খেলা;
চোখ মেললেই দেখতে পাবে মেঘে মেঘে ভেলা।

কদম গেছে কবেই ফুটে দাওনি একটি ফুল; 
বর্ষা ধরে, ভরসা করে, এটাই তোমার ভুল। 

মেঘ না হয় ডাকছে খুব, জমছে আকাশ জুড়ে;
মেঘবালিকা দাওনি প্রেম, আকাশ হতে ছুড়ে।

বর্ষা যখন আবার হবে মনেই রবে সব;
তোমার প্রেমের দাবি চেয়ে তুলবো কলরব। 

দূর হতে দূর, যাচ্ছে ছুটে মেঘে-মেঘে বেলা;
মেঘবালিকার, নয়ন কোণে করছে প্রেমের খেলা। 

বৃষ্টি আসুক, বান আসুক, জোয়ার আসুক নদে; 
মেঘবালিকার প্রেমের পদ্য, গেঁথেই রবে হৃদে।

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী