Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

প্রতিবেদন ।। দুস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার অঙ্গীকার ।। পাভেল আমান

 

দুস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার অঙ্গীকার

পাভেল আমান - হরিহরপাড়া - মুর্শিদাবাদ

 
এবছরের মাধ্যমিক পরীক্ষায় দুঃস্থ মেধাবীদের ভালো ফলাফলের খবর যখন সংবাদপত্রের পাতায় সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে দেখছি পড়ছি জানছি তখন অবচেতন মনে তাদের প্রতি দায়বদ্ধতা সহানুভূতি সহমর্মিতা এবং মনুষ্যত্ব বোধ দারুণভাবে জাগ্রত হচ্ছে। তাদের নিদারুণ যন্ত্রণা অসহায়তা বিভীষিকা দারিদ্রতা অনটন অভাব যেন জীবনের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার এক একটা মাইলস্টোন। 
 
        প্রথমেই বলে রাখি সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের নিরবধি পড়াশোনার অভ্যাস মানসিকতা লক্ষ্যে পৌঁছানোর চূড়ান্ত আকাঙ্ক্ষা স্বপ্নপূরণের বাস্তবায়ন দারিদ্রতা অভাব-অনটন ঘাত প্রতিঘাত প্রাত্যহিক জীবনের বিবিধ সংগ্রাম প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রথম পরীক্ষার সফলতার  নিদারুণ কাহিনী গুলো যখন সংবাদপত্রের পাতায় ধৈর্য গুরুত্বসহকারে অধ্যয়ন করি তখন তাদের লড়াকু মনোভাব অদম্য জেদ অঙ্গীকার পড়াশোনার সূতীব্র স্পৃহা প্রকৃতার্থে পড়ুয়াদের পাশাপাশি আমাদের মনন ও বিবেক চেতনাকে সজোরে ধাক্কা মারে ভাবায়। জানান দেয় আর বসে না থেকে আগামীর সম্ভাবনাগুলোকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকা জরুরী বার্তা এবং সহযোগিতা প্রত্যয়ী হাত মানবতার ডাকে সাড়া দিয়ে অবলীলায় বাড়িয়ে দাও। যেমনভাবে তুমি বিপন্নদের রক্ষা করো সাহস যোগাও। বিশেষ করে এবছরের মাধ্যমিকের অভাবি, দুস্থ ও মেধাবীদের দৈনন্দিন জীবনের কষ্ট দারিদ্রতা হার না মানা মনোভাব সফলতায় পৌঁছানোর স্বতস্ফূর্ততা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়াদের পাথেয়। 
        করোনা অতিমারির পর সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা। সংক্রমণের প্রাদুর্ভাব স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের লেখাপড়া একেবারে বেহাল অবস্থা। সে দিক থেকে দরিদ্র শ্রেণির ছেলেমেয়েদের পড়াশোনা যেন অতল সাগরে নিমজ্জিত। তারা না পেয়েছে অনলাইন পঠন পাঠনের সুবিধা, গৃহশিক্ষকের সহযোগিতা। সবদিক থেকেই তাদের লেখাপড়ার যোগ্যতা বিপর্যস্ত। যতোটুকু পড়াশোনা তারা করেছে সেটা পুরোদস্তুর নিজস্ব প্রচেষ্টা দক্ষতার ওপর ভিত্তি করে। একশ্রেণীর শিক্ষক স্বতঃপ্রণোদিত হয়ে স্কুল বন্ধ থাকলেও তারা একটা নির্দিষ্ট জায়গাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা টাকে কিছুটা পূরণ করেছিল। 
 
        এবছরের মাধ্যমিক পরীক্ষায় অভাবি কৃতি ছাত্র-ছাত্রীরা তাদের মেধাকে শান দিয়ে আপন কৃতিত্বে ভাল ফলাফল করেছে। সেজন্য তাদের কোন প্রশংসা সাধুবাদ যথেষ্ট নয়। যখন এই সমস্ত সংগ্রামী লড়াকু মেধাবীদের সাফল্যের কথা সংবাদপত্রে পড়ছি তখনই অনেক প্রশ্ন চিন্তন পরিকল্পনা অবচেতনে জেগে উঠেছে। বিশেষ করে  আমাদের মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া হরিহরপাড়া ব্লকের প্রথম স্থানাধিকারী ছাত্র কেবল রামপুরের অর্ঘ্য মন্ডলের নজরকাড়া ফলাফল এলাকাবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দ। এ লড়াই শুধুমাত্র অর্ঘ্য মন্ডলের নয় এ লড়াই  তার স্কুলের পাশাপাশি এলাকার আপামর দুস্থ ও অভাবীদের। যাদের কাছে অর্ঘ্য মন্ডল অনুপ্রেরণা ও সফলতার পথপ্রদর্শক। 
        একই ভাবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের প্রথম স্থানাধিকারী মাসুদ আলমের অভাব অনটনের যাতনা কাহিনী তার সফলতাকে প্রতিহত করতে পারেনি। তার লড়াই পড়াশোনার প্রতি ভালোবাসা অদম্য উৎসাহ উদ্দীপনা এলাকা তথা জেলার ছাত্র-ছাত্রীদের পড়ুয়া মনোভাব কে  সদর্থক ভাবে আন্দোলিত, উদ্বুদ্ধ ও প্রাণবন্ত করবে। শুধুমাত্র সংবাদপত্রে তাদের লড়াইয়ের অর্জিত ভালো ফলাফলের প্রতিবেদন পড়লেই আমাদের দায়বদ্ধতা কর্তব্য সর্বোপরি মানবতাবোধ সম্পূর্ণ হয় না। সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের এই সমস্ত দরিদ্র অভাবী উজ্জ্বল সম্ভাবনাময় মেধাবী মাধ্যমিকে  উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের আগামীর পড়াশোনার পথকে সুগম করতে, লক্ষ্য পূরণের প্রচেষ্টাকে সর্বতোভাবে বাস্তবায়ন করতে সর্বোপরি দারিদ্রতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা তাদের ধ্যান জ্ঞান মন প্রাণ ঢেলে দেওয়া পড়াশোনা যাতে স্তব্ধতায় না হয়ে যায় সেদিকে আমাদের আবশ্যিকভাবে লক্ষ রাখতে হবে, বাড়িয়ে দিতে হবে নিঃসংকোচে মানবতার আহবানে সহযোগিতার প্রত্যয়ী হাত। দায়িত্ব আমার আপনার সকলের। 
        শুধুমাত্র সরকার প্রশাসনের উপর বসে না থেকে আসুন আমরা প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে সাহায্যে মনুষ্যত্বে মানবিক প্রচেষ্টায় গড়ে তুলি বৃহত্তর মহানুভবতা উদারতা পরোপকারিতা সর্বোপরি জাগ্রত করি মনুষ্যত্ব মূল্যবোধ ও বিবেক চেতনা। যেভাবে জল বায়ু আলোতে একটি চারা আগামীতে একটি গাছে পরিণত হয় যার পিছনে মালির ভূমিকা অপরিসীম। ঠিক সেভাবেই এবছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীদের তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রত্যেককেই বৃহত্তর মানবতার স্বার্থে সহযোগিতার প্রশস্ত হাত অবলীলায় বাড়াতে হবে। ভুলে গেলে চলবে না তাদের মধ্যে থেকেই তৈরি হবে দেশ ও দশের সুনাগরিক কান্ডারী এবং উন্নয়নের পথিকৃৎ। 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল