কবিতা ।। পথের পাঁচালী"র শেষ দৃশ‍্য ।। রবিউল ইসলাম মন্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। পথের পাঁচালী"র শেষ দৃশ‍্য ।। রবিউল ইসলাম মন্ডল


'পথের পাঁচালী'র শেষ দৃশ‍্য

রবিউল ইসলাম মন্ডল


গরুর গাড়ীর সওয়ার হয়ে চলছে অপু কাশী
বাবা ও মা সাথে আছে দূর্গাকে না দেখি। 
ম‍্যালেরিয়ায় মারা গেছে প্রিয় দিদি দূর্গা
সেই দুঃখে করেছে পণ নিশ্চিন্দিপুর আর না ।

তার সাথে তো অভাব দুঃখ থাকে বার মাস
দুবেলা দুমুঠো  পেটভরে জোটে নাকো ভাত। 
ভালো কেহ বাসে নাকো দেয়  দূরে ঠেলে
বাঁকা চোখে দেখে সবাই (অপু) উৎশৃঙ্খল বলে। 

বনঝোঁপ, খেঁজুর বাঁবলা, শিমূল পিছন ফেলে 
হিরু গঁয়ালায় গরুর গাড়ী স্টেশন পানে চলে। 
মধুখালির বিলটিতে পদ্ম ফুলে ভরা
দিদির শোঁঁকে অপুর হৃদে বইছে যেন ক্ষরা। 

ভাবছে অপু যাচ্ছে যেথাই থাকবে নাকো দিদি
বলবে কাকে আমার সাথে আম কুঁড়াতে যাবি ?
নেইকো রাণু নেইকো সেথায় চড়ুই ভাতির মজা
দিদির সাথে হবে না আর রাঙির বাঁছুর খোঁজা  !

চাপলো রেলে বাবার সাথে সঙ্গে আছে মা
দূরে ক্রমে যাচ্ছে চলে নিজের প্রিয় গাঁ। 
আঁতুরি ডাইনির বাড়ী খানা এখন স্মৃতি শুধু
করছে যে কী বাড়ী বসে , চোখের ধূলো  সতু  ।

অসুস্থ অবস্থায় বলেছিল অপুর প্রিয় দিদি
আমাকে একদিন রেলের রাস্তা দেখাতে নিয়ে যাবি ?
হয়নি দেখা চলে গেল ইহ জগৎ ছেড়ে
আজকে ভরা দিদির স্মৃতি  সারা হৃদয় জুড়ে। 

কাশীর দিকে চলছে রেল ফিরবে না আর দেশে
 ভরে আছে কাশফুল দুপাশ জুড়ে মাঠে  ।
সবকিছু চলছে ঠিকই অপুর হৃদয় শূন‍্য
এমন সময় থাকলে দিদি অপু হতো ধন‍্য।  

1 comment:

  1. অসাধারণ প্রয়াস । সুন্দর লেখনি । মন ভরে গেল ।

    ReplyDelete