ছোট্ট ঘরে আপন করে
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
মাটির ঘর মাটির বিছানা
দুদিন পর হবে,
শূন্য হাতে মাটির ঘরে
সারাজীবন রবে।
নেই জানালা নেই দরজা
আলো কই পাবে,
একের পর এক করেই
সেথায় যাবে সবে।
যত করবে আমল তুমি
তত পাবে নাকি,
দম ফুরালে আমল করার
দিন থাকবে না বাকি।
সময় থাকতে আমল করো
কখন দিবে ডাক,
খোদা খুশি অনেক বেশি
বলবে ভালো থাক।
===========
মোঃ কাজী আব্দুল্লা হিল আল কাফী
হাতীবান্ধা লালমনিরহাট
No comments:
Post a Comment