কবিতা ।। হিরের চেয়েও দামি ।। নিরঞ্জন মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। হিরের চেয়েও দামি ।। নিরঞ্জন মণ্ডল

 

হিরের চেয়েও দামি

নিরঞ্জন মণ্ডল


আমি যে তোর একলা ছেলে
তবু কেন দিস মা ঠেলে
দূরের ছাত্রাবাসে?
ইচ্ছে করে সারাটা ক্ষণ
আদর মেখে ভরাই এ মন
কাটাই মা তোর পাশে।

বলছ সবাই হলেম বড়;
আঁধার এলেই জড়োসড়ো
একলা কি যায় থাকা?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
চমকে জেগে আলসে মেখে
দেখব যে সব ফাঁকা!

পেটের খিদে বাড়লে পরে
তোকেই যে মা পাচ্ছি ঘরে
সেথায় কাকে পাই,
শাকপাতা বা ডালের বড়া
তোর দুহাতের গন্ধ ভরা
তুল‍্য যে তার নাই।

মানুষ করার গোপন সাধে
দিন রাত্তির মনটা কাঁদে
পাঠিয়ে আমায় দূরে,
বুঝতে পারি কষ্ট লুকাও
দণ্ডে পলে পথপানে চাও
শূন‍্য এমন পুরে।

কষ্ট আমার কম কিছু নয়
উজল করেই তোর পরিচয়
হবই মানুষ আমি,
তোর চোখের এই এক ফোঁটা জল
আঁকবে ছবি অরূপ অমল
হিরের চেয়েও দামি।
 
============
 
নিরঞ্জন মণ্ডল/উত্তর24পরগণা/প:বঙ্গ।

No comments:

Post a Comment