কবিতা ।। অভিমানী প্রতীক্ষা অমিত সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। অভিমানী প্রতীক্ষা অমিত সরকার



 অভিমানী প্রতীক্ষা

    অমিত সরকার



সকাল গ্যালো, বিহান গ্যালো,
বাদল গিয়া ভাদর এলো,
মরদ আমার খাদান গ্যালো
     ফিরলেক নাই ঘরে....|

  মাঠের ধারে পলাশগাছে,
কাঁচা ডালে ভোমর লাচে,
সাঁঝের বেলায় পিদিম জ্বালাই
     মনটো সইতে লারে...
     হু হু করে মনটো আমার-
মরদ নাই ঘরে |

মোড়ল শালোর নজর খারাপ
লোক লাগায়ে ঘোরে,
গতর ছুঁবার তালে খালি 
ছুঁকুর ছুঁকুর করে |
 আরে তুর থ্যাকে তো ঘাটের পাড়ে
কেলে ভুলোটাও ভালো,
তুর মনটো ময়লা বটেক
গাঁয়ের মোড়ল শালো!

একা ঘরে শাউড়ি বুড়ি
জোয়ান বেটার লেগ্যে,
ধুঁকে ধুঁকে কান্দে খালি
সারাটা রাত জেগে |

 আমার কথা তুমার আর
মনে নাই পড়ে,
বিটির লেগ্যে ভাবনা নাই?
জলদি এসো ঘরে |

শেষ কথাটো বলছি শুনো 
মারাংবুরুর নামে,
রাত হলেই চোখে আমার
হড়পা বান নামে ||
 
        ------*-------
 


অমিত সরকার
খালুইবিল math,
রুবি প্যালেস লেন,
P. O. - বর্ধমান
পূর্ব বর্ধমান - ৭১৩১০১


No comments:

Post a Comment