Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

নিবন্ধ ।। নারী ও সমাজ ।। দীপঙ্কর চৌধুরী ৩



নারী ও সমাজ

দীপঙ্কর চৌধুরী



সমগ্র সমাজের বক্ষজুড়ে এই বিশ্বব্যাপী ধরাতে, নারীর গুরুত্ব হল অপরিসীম, অনন্ত ও অমর। সমাজে নারীরা হল এক অপরিহার্য ও অবিচ্ছেদ্য অঙ্গ। এ বিশ্বসমাজে নারী ও পুরুষ দুইটি জাতির দুটি লিঙ্গ ভিত্তিক বিভাজন অনুযায়ী বিভক্ত। নারী ও পুরুষ উভয়ে মিলিত হয়ে এই বিশ্বসমাজ সৃষ্টি করেছে। কিন্তু যুগ, যুগান্তর হতে নারীরা বিভিন্নপ্রকারে ভিন্নরকমে অবহেলিতার শিকার হয়ে আসছে। এবং নারীদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সমগ্র সমাজের সার্বিক উন্নতির জন্য নারীর অধিকার একান্তই কাম্য।

                সমাজে প্রকৃত উন্নতির জন্য নারীর নির্যাতন যথাযথ ভাবে প্রতিরোধ করতে হবে। কারণ নারী ব্যতীত সৃষ্টি অস্তিত্ব কখনোই কল্পনা করা যায় না। এক প্রকারে নারীরা হল সমগ্র সৃষ্টির এক ভিন্ন প্রতীক। কারণ এই বিশ্বসমাজে নারী দেহ থেকেই নবীন তথা নব প্রাণের জন্ম হয়। এককথায়, নারীই হল সর্ব সৃষ্টির উৎসস্থল। যার উৎস হতে নব প্রাণের জাগরণ হয়। নারী বিনা সমাজ কখনোই কোনোরূপে পূর্ণতা লাভ করতে পারবে না। অথচ, সেই নারীদের আজ সমাজ অবহেলিত করছে। সামাজিক কুসংস্কার, ধর্মীয় স্থাপনা, নিপীড়নতা, ও বৈষম্যের অন্ধকারাচ্ছন্নতায় নারীরা তাদের অধিকার সর্বতর ভাবে বিসর্জন দিয়ে আসছে। নারীরা তাদের অন্তঃপ্রতিভা বিকাশের সবরূপ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। দৈনন্দিন দিবসে নারীসমাজ সর্ব দেশের অগ্রগতি ও ভবিষ্যত নাগরিক তৈরিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু, আজকের সমাজ নারী-পুরুষের অব্যাহত বৈষম্যকে এটাই প্রমাণিত করে যে:- "নারীর প্রাপ্ত অধিকার কেবলমাত্র কাগজ কলমেই সীমাবদ্ধ।" 

                   তাই কেবল, প্রতিবছর ৮ই মার্চ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পালিত করা হয়। কেননা, এইটি হল একটি বিশেষ দিন। কিন্তু, আমাদের অর্থাৎ সমগ্র সমাজের উচিৎ কেবল ৮ই মার্চ নয়, প্রতিবছরের প্রতিটি দিন আমাদের এই নারীদিবস পালন করা। এবং সামাজিক কুসংস্কারের বেড়াজাল থেকে সকলের বোধ-বুদ্ধি, মানসিক চেতনা ফিরিয়ে আনা। তাই সমাজে নারীশক্তি উপলব্ধি কিংবা নারীর ক্ষমতায়ন সংক্রান্ত আন্দোলনের ফলাফল হিসেবে বর্তমানে বঞ্চিত নারীশক্তি কে সমাজের অগ্রভাগে ফিরিয়ে আনা একান্তই প্রয়োজন। কারণ "নারীরা হল সর্বশক্তিমান"। সমাজের বুকে যেমনই বাধা বিপত্তি আসুক না কেন সর্বপ্রথম সর্বের সন্মুখে নারীরা সেক্ষেত্রে তাদের পদধ্বনি ফেলে। এছাড়া রাষ্ট্র ও সমাজ পরিচালনায় নারীরা বিশেষ ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। "প্রকৃতপক্ষে সমাজ হল এক বৃহদাকৃতি পরিবার"। আর সেই পরিবারে একজন নারী গৃহকত্রী হিসেবে তার ঘরকে সুসংহতভাবে পরিচালনা করে। এবং একজন প্রকৃত সমাজ নেত্রী পদের নেতৃত্ব দিতে পারেন।।

নারীর প্রসঙ্গে:-

"ধন্য তুমি নারী ওহে, ধন্য তব নারীত্ব,
বহুরূপী মহামায়া, বৃহৎ তোমার মহত্ব!
কখনো তুমি পত্নীরুপে, কখনো বা ভক্তরুপে;
কখনারে মাতৃস্নেহে, সন্তানের জননীরূপে।
সুন্দর এই সৃষ্টিমাঝে, অমর রহিবে বিরাজে!
মহাকাল ধরিয়া সমগ্র মহাবিশ্বের মনোমাঝে"।।


========================
 
 
       
            দীপঙ্কর চৌধুরী
            গ্রাম:- বড়ামারা,
            পোষ্ট:- বারিদা,
            থানা:- কেশিয়াড়ি 
            জেলা:- পশ্চিম মেদিনীপুর,
            পিন:- ৭২১১৩৫
      


মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল