কবিতা ।। চলছে ।। অশোক মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। চলছে ।। অশোক মণ্ডল


চলছে 

অশোক মণ্ডল 


ভুল-ঠিকের কবির লড়াই 
মানবতা গুমরে কাঁদে হায়।
অধিকার কাঁচের চুরির মত ভেঙে চুরমার 
নাহ্য যেন কফিন বন্দী প্রতিবাদ সাহস কার?
সমাজ রাষ্ট্র চলছে এগিয়ে সুরে বেসুরে 
আসল সত্য বুঝেও তোতা পাখির বুলি শুধু ঘোরে।
চারিদিকে চারিধারে বেশ চলছে---
নানা জন ন্যায় অন্যায়ের নানা কথা বলছে
কেউ বা ভালো কেউ আবার মন্দের সুর ছাড়ছে
মানবতার অপমৃত্যু বোবা কান্নার শব্দ বাড়ছে।

=============

অশোকমণ্ডল 
গ্রাম-আকোলপুর 
ডাক-কুণ্ডলা 
জেলা - বীরভূম 

No comments:

Post a Comment