- কবিতা ।। হারানো চাবি ।। সায়ন মোহন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

- কবিতা ।। হারানো চাবি ।। সায়ন মোহন্ত

হারানো চাবি

সায়ন মোহন্ত

 আমরা ক্রমশ হারিয়ে ফেলছি নিজের থেকে নিজেকে 
 নির্বাক যান্ত্রিক চলনে এখন অভ্যস্ত 
 ভুলে যাচ্ছি অস্তিত্বের ঠিকানা 
 লোপ পাচ্ছে নিজস্ব বোধ, এক অন্য বোধ গ্রাস করছে- 
 একান্ত অনুভূতি যত ছড়িয়ে পড়ছে দিগন্তে-আদতে অনুভূতি নিঃস্ব হয়েছে। 
 আমরা নিজেরা নিজেদেরকে বড়ো করতে গিয়ে মিশে যাচ্ছি গভীর হতে গভীরে 
 বস্তুত, ফেরার পথ নেই জেনেও 
 অবলীলায় এক বিভ্রান্তির মধ্যে নিজেদের নিমজ্জিত করছি 
 যে পথ দিয়ে এসেছি চলে সে পথে আর ফিরব কেমন করে?
বাইরে ভীষণ ঝড় উঠেছে - হারিয়েছে ঘর, হারিয়েছে সব চাবি 
অচেনা প্রান্তে পরিচিত দ্বারে নিজের কথা ভাবি ! 
যে দ্বার হয়েছে রুদ্ধ হারিয়েছে যে চাবি 
আমরা কি  খুঁজে পেতে পারি? 
হারিয়েছে যা হারিয়ে যাক 
পুরানো আমি বেঁচে থাক। 
ফিরে আসুক আসুক ফিরে আছে যত শুভ চিন্তক।  
 
==============

 
সায়ন মোহন্ত
 চাষা পাড়া,কৃষ্ণনগর, জেলা-নদিয়া-৭৪১১০১

No comments:

Post a Comment