কবিতা ।। আলিঙ্গন ।। ইমরান খান রাজ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। আলিঙ্গন ।। ইমরান খান রাজ

 

আলিঙ্গন 
ইমরান খান রাজ 

মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, 
কতটা নৃশংস, উত্তপ্ত আর অন্ধকার- 
সেটা আমার চেয়ে আর কে ভাল বলবে ! 

তাই মৃত্যুর আলিঙ্গন, এখন আর ভয় লাগেনা 
সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে, উঁচু পাহাড়ের ঢালে- 
এখনো দাঁড়িয়ে থাকি, মৃত্যুর আলিঙ্গন পেতে ! 

===========

নামঃ ইমরান খান রাজ 
প্রাক্তন শিক্ষার্থী, সরকারি পদ্মা কলেজ। 

ঠিকানাঃ নারিশা, দোহার-ঢাকা ১৩৩২। 



No comments:

Post a Comment