Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

ছোটগল্প ।। পাহাড়ী এক সুন্দর ঝোরায় ।। দীপক পাল

    
   

    পাহাড়ী এক সুন্দর ঝোরায়
            দীপক পাল


        চলেছি আমরা তিন বন্ধু কোয়েল ভিউ পয়েন্ট ছাড়িয়ে পালামৌ পাহাড়ের এক প্রায় জনশূন্য রাস্তা দিয়ে। উদ্দেশ্য এক নির্জন পাহাড়ি ঝোরার খোঁজে।
সাতসকালে নামমাত্র কিছু খেয়ে। যেতে যেতে যে দু-তিনজন আদিবাসীর দেখা পেলাম তাদের জিগ্যেস করলে তারা বলে আর এক ফারলঙ বাকি। সেটার মানে যে কি কে জানে। রাস্তা কিন্তু ফুরায় না। ভাগ্যবশত একটা মোষের গাড়ী দেখে দাঁড় করালাম। তাকে ঝোরার কথা বলতেই সে ওর গাড়ীতে আমাদের উঠতে বললো। আমরা উঠতেই সে মোষের পিঠে বাড়ি মেরে হ্যট হ্যট করে গাড়ীটাকে পথ থেকে ডান দিকে জঙ্গলে নামিয়ে কোনাকুনি চালাতে লাগলো। গাড়ীও জঙ্গলের ভিতর দিয়ে গড়গড়িয়ে চলতে লাগলো। বেশ মজা লাগলো। এ এক অদ্ভুত অভিজ্ঞতা। গাড়ীর ওপর ঠিক মধ্যখানে গোল করে কোমর সমান ঘেরা দেওয়া। গাড়োয়ানের কথায় ওর ভিতর গিয়ে আমরা দাঁড়ালাম। ‌একসময় সে আমাদের নামিয়ে দিয়ে বলে, 'সিধা যাইয়ে নজদিগমে'।
        ঝর ঝর ঝর্ণার আওয়াজ পাচ্ছিলাম কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম না। একটু এগিয়ে যেতেই চোখ‌ গেল জুড়িয়ে। ছোট্টপ্রপাত উপর থেকে বহুধারায় বেশ কিছুটা নীচে লাফিয়ে পড়ছে। ভারি সুন্দর লাগছে। আমরাও পাথরের খাঁজে খাঁজে পা দিয়ে একদম নিচে নেমে গেলাম। নিচে বড় বড় পাথরের ওপোর বসে অল্প বহতা জলে পা ডুবিয়ে নানান গল্পে মশগুল হলাম। পুরো নির্জন পরিবেশ। অনেকটা ওপরে জমি জঙ্গল। নিচে নামা্র আগে ওপরেও কাউকে কোথাও দেখিনি। সেই মোষের গাড়ীর গাড়োয়ান তো আমাদের নামিয়ে দিয়ে কোথায় চলে গেছে। হুঁশ ফিরতেই ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। এখানে বসে আমরা দেড় ঘন্টার ওপর কাটিয়ে দিয়েছি। খিদেটাও বেশ টের পাচ্ছি এখন।
    অত‌এব এবার ফেরার পালা। সেই জঙ্গল আর কৃষিজমির ভিতর দিয়ে কোথাও বেড়া ডিঙিয়ে আমরা শর্টকাটে ফিরতে লাগলাম। ভূট্টার খেত থেকে ভূট্টা ছিঁড়ে খেতে খেতে হোটেলে ফিরতে ফিরতে প্রায় বিকেল চারটে বাজলো। বয়স্ক ম্যানেজার আমাদের দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো,'কোথায় গিয়েছিলেন আপনারা? আপনাদের লাঞ্চটা গরম করতে বলি?' সম্মতি জানাতেই একজনকে ডেকে গরম করিয়ে দিলো টেবিলে। তারপর আমাদের টেবিলের কাছে এসে সৌজন্যমূলক ভাবে জিগ্গেস করলো, 'কোথায় গিয়েছিলেন আপনারা'?
তারপর আমাদের গন্তব্যের কথা শুনে প্রায় আঁতকে উঠলেন, 'করেছেন কি, একটু বলে যাবেন তো। জানেন বাঘেরা ওখানে প্রায়শই জল খেতে নামে।
        আজ‌ও ঐ দিনের কথা মনে পড়লে গায়ে কাঁটা দেয়।


=============
       
         

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত