Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

প্রতিবেদন ।। দুস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার অঙ্গীকার ।। পাভেল আমান

 

দুস্থ কৃতি ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার অঙ্গীকার

পাভেল আমান - হরিহরপাড়া - মুর্শিদাবাদ

 
এবছরের মাধ্যমিক পরীক্ষায় দুঃস্থ মেধাবীদের ভালো ফলাফলের খবর যখন সংবাদপত্রের পাতায় সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে দেখছি পড়ছি জানছি তখন অবচেতন মনে তাদের প্রতি দায়বদ্ধতা সহানুভূতি সহমর্মিতা এবং মনুষ্যত্ব বোধ দারুণভাবে জাগ্রত হচ্ছে। তাদের নিদারুণ যন্ত্রণা অসহায়তা বিভীষিকা দারিদ্রতা অনটন অভাব যেন জীবনের লক্ষ্যের প্রতি অবিচল থেকে এগিয়ে যাওয়ার এক একটা মাইলস্টোন। 
 
        প্রথমেই বলে রাখি সাম্প্রতিক মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের নিরবধি পড়াশোনার অভ্যাস মানসিকতা লক্ষ্যে পৌঁছানোর চূড়ান্ত আকাঙ্ক্ষা স্বপ্নপূরণের বাস্তবায়ন দারিদ্রতা অভাব-অনটন ঘাত প্রতিঘাত প্রাত্যহিক জীবনের বিবিধ সংগ্রাম প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের প্রথম পরীক্ষার সফলতার  নিদারুণ কাহিনী গুলো যখন সংবাদপত্রের পাতায় ধৈর্য গুরুত্বসহকারে অধ্যয়ন করি তখন তাদের লড়াকু মনোভাব অদম্য জেদ অঙ্গীকার পড়াশোনার সূতীব্র স্পৃহা প্রকৃতার্থে পড়ুয়াদের পাশাপাশি আমাদের মনন ও বিবেক চেতনাকে সজোরে ধাক্কা মারে ভাবায়। জানান দেয় আর বসে না থেকে আগামীর সম্ভাবনাগুলোকে বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যেতে পাশে থাকা জরুরী বার্তা এবং সহযোগিতা প্রত্যয়ী হাত মানবতার ডাকে সাড়া দিয়ে অবলীলায় বাড়িয়ে দাও। যেমনভাবে তুমি বিপন্নদের রক্ষা করো সাহস যোগাও। বিশেষ করে এবছরের মাধ্যমিকের অভাবি, দুস্থ ও মেধাবীদের দৈনন্দিন জীবনের কষ্ট দারিদ্রতা হার না মানা মনোভাব সফলতায় পৌঁছানোর স্বতস্ফূর্ততা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পড়ুয়াদের পাথেয়। 
        করোনা অতিমারির পর সবথেকে ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রীদের পড়াশোনা। সংক্রমণের প্রাদুর্ভাব স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের লেখাপড়া একেবারে বেহাল অবস্থা। সে দিক থেকে দরিদ্র শ্রেণির ছেলেমেয়েদের পড়াশোনা যেন অতল সাগরে নিমজ্জিত। তারা না পেয়েছে অনলাইন পঠন পাঠনের সুবিধা, গৃহশিক্ষকের সহযোগিতা। সবদিক থেকেই তাদের লেখাপড়ার যোগ্যতা বিপর্যস্ত। যতোটুকু পড়াশোনা তারা করেছে সেটা পুরোদস্তুর নিজস্ব প্রচেষ্টা দক্ষতার ওপর ভিত্তি করে। একশ্রেণীর শিক্ষক স্বতঃপ্রণোদিত হয়ে স্কুল বন্ধ থাকলেও তারা একটা নির্দিষ্ট জায়গাতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ধারাবাহিকতা টাকে কিছুটা পূরণ করেছিল। 
 
        এবছরের মাধ্যমিক পরীক্ষায় অভাবি কৃতি ছাত্র-ছাত্রীরা তাদের মেধাকে শান দিয়ে আপন কৃতিত্বে ভাল ফলাফল করেছে। সেজন্য তাদের কোন প্রশংসা সাধুবাদ যথেষ্ট নয়। যখন এই সমস্ত সংগ্রামী লড়াকু মেধাবীদের সাফল্যের কথা সংবাদপত্রে পড়ছি তখনই অনেক প্রশ্ন চিন্তন পরিকল্পনা অবচেতনে জেগে উঠেছে। বিশেষ করে  আমাদের মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া হরিহরপাড়া ব্লকের প্রথম স্থানাধিকারী ছাত্র কেবল রামপুরের অর্ঘ্য মন্ডলের নজরকাড়া ফলাফল এলাকাবাসীর বাঁধভাঙা উচ্ছ্বাস ও আনন্দ। এ লড়াই শুধুমাত্র অর্ঘ্য মন্ডলের নয় এ লড়াই  তার স্কুলের পাশাপাশি এলাকার আপামর দুস্থ ও অভাবীদের। যাদের কাছে অর্ঘ্য মন্ডল অনুপ্রেরণা ও সফলতার পথপ্রদর্শক। 
        একই ভাবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের প্রথম স্থানাধিকারী মাসুদ আলমের অভাব অনটনের যাতনা কাহিনী তার সফলতাকে প্রতিহত করতে পারেনি। তার লড়াই পড়াশোনার প্রতি ভালোবাসা অদম্য উৎসাহ উদ্দীপনা এলাকা তথা জেলার ছাত্র-ছাত্রীদের পড়ুয়া মনোভাব কে  সদর্থক ভাবে আন্দোলিত, উদ্বুদ্ধ ও প্রাণবন্ত করবে। শুধুমাত্র সংবাদপত্রে তাদের লড়াইয়ের অর্জিত ভালো ফলাফলের প্রতিবেদন পড়লেই আমাদের দায়বদ্ধতা কর্তব্য সর্বোপরি মানবতাবোধ সম্পূর্ণ হয় না। সমাজবদ্ধ জীব হিসেবে আমাদের এই সমস্ত দরিদ্র অভাবী উজ্জ্বল সম্ভাবনাময় মেধাবী মাধ্যমিকে  উত্তীর্ণ কৃতি ছাত্র-ছাত্রীদের আগামীর পড়াশোনার পথকে সুগম করতে, লক্ষ্য পূরণের প্রচেষ্টাকে সর্বতোভাবে বাস্তবায়ন করতে সর্বোপরি দারিদ্রতা, অর্থনৈতিক প্রতিবন্ধকতা তাদের ধ্যান জ্ঞান মন প্রাণ ঢেলে দেওয়া পড়াশোনা যাতে স্তব্ধতায় না হয়ে যায় সেদিকে আমাদের আবশ্যিকভাবে লক্ষ রাখতে হবে, বাড়িয়ে দিতে হবে নিঃসংকোচে মানবতার আহবানে সহযোগিতার প্রত্যয়ী হাত। দায়িত্ব আমার আপনার সকলের। 
        শুধুমাত্র সরকার প্রশাসনের উপর বসে না থেকে আসুন আমরা প্রত্যেকেই ক্ষুদ্র ক্ষুদ্র অবদানে সাহায্যে মনুষ্যত্বে মানবিক প্রচেষ্টায় গড়ে তুলি বৃহত্তর মহানুভবতা উদারতা পরোপকারিতা সর্বোপরি জাগ্রত করি মনুষ্যত্ব মূল্যবোধ ও বিবেক চেতনা। যেভাবে জল বায়ু আলোতে একটি চারা আগামীতে একটি গাছে পরিণত হয় যার পিছনে মালির ভূমিকা অপরিসীম। ঠিক সেভাবেই এবছরের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ দরিদ্র অভাবী মেধাবী ছাত্র-ছাত্রীদের তাদের জীবনের স্বপ্ন পূরণ করতে লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রত্যেককেই বৃহত্তর মানবতার স্বার্থে সহযোগিতার প্রশস্ত হাত অবলীলায় বাড়াতে হবে। ভুলে গেলে চলবে না তাদের মধ্যে থেকেই তৈরি হবে দেশ ও দশের সুনাগরিক কান্ডারী এবং উন্নয়নের পথিকৃৎ। 


মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত