কবিতা ।। জৈষ্ঠ্যর নামতা ।। ঊষা মল্লিক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। জৈষ্ঠ্যর নামতা ।। ঊষা মল্লিক

জৈষ্ঠ্যর নামতা

ঊষা মল্লিক


দাবদাহ গ্রীষ্মে, আজ মানুষ করছে, যে হাঁসফাঁস,
বৈশাখ পেরিয়ে বাংলায়, আসে যে জৈষ্ঠ্য মাস।
জৈষ্ঠ্য মাসের প্রচন্ড তাপে, দগ্ধ যে পরিবেশ,
জৈষ্ঠ্য কে নিয়ে, মানুষের চিন্তার নেই যে, কোনো শেষ।
বৃষ্টি আবার আসব বলেও, পালিয়ে চলে যায়,
পাখা হাতে মানুষ যেন, স্বস্তি ফিরে পায়।
এতো কিছুর পরেও কিন্তু, জৈষ্ঠ্য মাস কে চাই,
আম,কাঁঠাল, যে মনের সুখে, পেট ভরে খাই।
জাম,জামরুলের পরেই যে, আসে পাকা লিচু,
কামরাঙা আর সবেদা যে, আসে তার পিছু পিছু।
রসালো ফলে ভরপুর, এই জৈষ্ঠ্য মাস,
বৃষ্টি বিহীন চাষের জমিতে, হয় যে সর্বনাশ।
জীবন যখন গরমের তরে, ক্লান্ত বোধ করে,
জামাই ষষ্ঠী, তখন যেন দরজায়, কড়া নাড়ে।
জৈষ্ঠ্য মাস শেষ হতে, আছে কয়েক দিন বাকী,
নীল আকাশে মাঝে মাঝে, মেঘ যে দেয় উঁকি।
আসছে আষাঢ়, মেঘ গুড়গুড়ে, বৃষ্টির হাত ছানি,
আজ তবে কলমের, এখানেই ইতি টানি।



=================

,
Mrs. Usha Mallick
Asso. Prof and HOD,
Department of Nursing,
Aliah University

No comments:

Post a Comment