কবিতা ।। তুমি আমার সেইজন ।। পূজা সিংহ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। তুমি আমার সেইজন ।। পূজা সিংহ রায়


তুমি আমার সেইজন

পূজা সিংহ রায়


তুমি আমার সেই জন
যার সাথে চলে একাকি কথোপকথন।
যাকে ঘিরে আমার নীরবে যাপন।

তুমি আমার সেইজন
যে সুদূরের আড়াল থেকে আমায় দেখে
ভোড়ের পাখির কূজন হয়ে আমায় জাগায়।

তুমি আমার সেইজন
যাকে ঘিরে মনে গাঁথি নকশিকাঁথার বুনন।
প্রতি ক্ষণে  মিঠে সুরের অনুরণন।

তুমি আমার সেইজন
বাহুডোরে খুঁজে পাই উদারতার গগন
প্রতিটা মুহূর্ত শান্তির লগন।

তুমি আমার সেইজন
ভিন্ন সত্ত্বা হয়েও একি অন্তঃস্থলে
রয়েছো যতনে আগলে।

তুমি আমার সেইজন
কাছে থেকেও অনেক দূরে
ইচ্ছে মত স্বপ্নে যায় উড়ে।

তুমি আমার সেইজন
আমার সমস্ত আঘাতে
বরফ গলার উষ্ণতা এনে দেয়।

তুমি আমার সেইজন
যার সামনে হৃদয়ের ধনগুলি মেলি
স্বপ্নে লুকোচুরি খেলি।

তুমি আমার সেইজন
বাতায়নে এক ফালি মিঠে রোদ,
যা ছুঁতে চাওয়ার আমোদ।

তুমি আমার সেইজন
শীতের নরম চাদরের উষ্ণতা,
গ্রীষ্মের খরতাপে শান্ত শীতলতা।
 
=================


 পূজা সিংহ রায়
বোলপুর, বীরভূম।

No comments:

Post a Comment