ছড়া ।। বৃষ্টিরাণী ।। প্রদীপ কুমার সামন্ত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

ছড়া ।। বৃষ্টিরাণী ।। প্রদীপ কুমার সামন্ত


বৃষ্টিরাণী               

প্রদীপ কুমার সামন্ত


রিম্ ঝিম্ সুরে বৃষ্টিরাণী
         যখন তখন কাঁদে
মেঘ গুড় গুড় বাদল দিনে
         সদাই গলা সাধে ।

কড় কড় কড় আকাশটাতে
         যখন বিজুলি চমকায়
ঝড় তুফানে বর্ষারাণী
         প্রকৃতিকে আজ ধমকায় ।

কারোর চোখে নেই যে ঘুম
        কখন কি যে হবে
সাজানো এই ফুলবাগান
        আজ আছে কাল রবে ?

বরুণ দেবতা আজ যে মাতাল
                 বৃষ্টিরাণী ঝরছে
বিরহী মেঘ যক্ষের এখন
                প্রিয়াকে মনে পড়ছে ।

কুন্দ যুথী বেলটি হাসে
       পাগলপরা বৃষ্টিদিনে
কবির কলম বাজায় বাঁশি
        সুরছন্দের পথটি চিনে ।

  ======================
  প্রদীপ কুমার সামন্ত / উমেদপুর,
  পোষ্ট- চাউলখোলা, জেলা- দঃ 24 পরগণা , 
  পিন্- 743377
  ======================
 

No comments:

Post a Comment