কবিতা ।। কর্তব্যের টানে ।। রঞ্জনা মন্ডল মুখার্জী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। কর্তব্যের টানে ।। রঞ্জনা মন্ডল মুখার্জী


কর্তব্যের টানে 

রঞ্জনা মন্ডল মুখার্জী


কতবার ভেবেছি স্বাধীন হয়ে ইচ্ছেডানা মেলে দেবো আকাশে, 
বন্দী জীবনের মায়াজাল ছিঁড়ে জীবনের স্বাদ চেটেপুটে নেবো অকাতরে! 
পরক্ষণেই কে যেন পিছু ডাকে...
জীবনের গলুইতে কিছু সম্পর্কের সঞ্চয়, 
আষ্টেপৃষ্টে হাতদুটিকে রেখেছে বেঁধে! 
আমি তখন রূপকথার ডানাকাটা পরী...!
সংসার পিঞ্জরে বন্দী সেই গার্হস্থ্য পাখি,
কর্তব্যের বেড়ি পায়ে উড়ানের স্বপ্ন দেখি!! 

কতবার ভেবেছি চলে যাবো নিরুদ্দেশে,
যাযাবর হয়ে হেঁটে যাবো অনন্ত পথ.. 
কাঁটাতারের বেড়া পেরিয়ে যাবো দেশান্তরে, 
আমার রক্তে তখন মুক্তির আস্বাদ!!
পরক্ষণেই গুল্মলতা গতি রুদ্ধ করে, 
জীবনের শিকড়টা মাটির অনেকটা গভীরে 
শাখাপ্রশাখা বিস্তারে জানান দেয় নিজ অস্তিত্বের,
মাধ্যাকর্ষণের নিবিড় টান সংসারের ভরকেন্দ্রে,
চুম্বকের মত বেঁধে থাকি কর্তব্যের ঘানিতে।

মানিয়ে নিয়েছি এখন, করেছি সমঝোতা, 
অবিচ্ছেদ্য রূপে আমি আর কর্তব্য এখন গলা জড়াজড়ি করে পাশাপাশি বাস করি!
সুখে দুখে,বিপদে আপদে আমাদের আটপৌরে বারোমাস্যা! 

কর্তব্য যে আমার আমৃত্যু দোসর ।
 
============
 
 
রঞ্জনা মন্ডল মুখার্জী  

No comments:

Post a Comment