কবিতা ।। আপন নিগড় ।। অরবিন্দ পুরকাইত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Friday, June 17, 2022

কবিতা ।। আপন নিগড় ।। অরবিন্দ পুরকাইত



আপন নিগড়

অরবিন্দ পুরকাইত

 

কালাতীত
সেই ইতিহাস
ভীষণ, সুন্দর,স্মৃতিধার্য
তোমার অসহ‍্যবোধ হল তাতে
তুমি রূপরেখার পথে পেতে চাইলে
কালে কালে তাতে কত-না রংয়ের পোঁচ
সেই রূপরেখা আর রং-ই রইল কেবলচোখ জুড়ে
ভুললে বিচিত্রবর্ণ ভূমির কথা, ভূমিজর কথা
ধাঁধালাগা চোখে ভুললে নিজেরই উৎস
আপন জালেই জড়ালে নিজেকে
পূজান্তরালে লুকালো প্রকৃতি
হারালে উত্তরাধিকার
কালোত্তীর্ণ

*     *     *

অরবিন্দ পুরকাইত
গ্রাম ও ডাক – গোকর্ণী,
থানা – মগরাহাট,
জেলা – দক্ষিণ চব্বিশ পরগনা।


No comments:

Post a Comment