Featured Post

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

ছবি
   মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি মুদ্রিত  নবপ্রভাত  বইমেলা ২০২৫ সংখ্যার জন্য  প্রবন্ধ-নিবন্ধ, মুক্তগদ্য, রম্যরচনা, ছোটগল্প, অণুগল্প, কবিতা ও ছড়া পাঠান।  যে-কোন বিষয়েই লেখা যাবে।  শব্দ বা লাইন সংখ্যার কোন বাঁধন  নেই। তবে ছোট লেখা পাঠানো ভালো (যেমন, কবিতা ১২-১৪ লাইনের মধ্যে, অণুগল্প কমবেশি ৩০০/৩৫০শব্দে)। তাতে অনেককেই সুযোগ দেওয়া যায়। সম্পূর্ণ অপ্রকাশিত লেখা পাঠাতে হবে। মনোনয়নের সুবিধার্থে একাধিক লেখা পাঠানো ভালো। তবে একই মেলেই দেবেন। একজন ব্যক্তি একান্ত প্রয়োজন ছাড়া একাধিক মেল করবেন না।  লেখা  মেলবডিতে টাইপ বা পেস্ট করে পাঠাবেন। word ফাইলে পাঠানো যেতে পারে। লেখার সঙ্গে দেবেন  নিজের নাম, ঠিকানা এবং ফোন ও whatsapp নম্বর। (ছবি দেওয়ার দরকার নেই।) ১) মেলের সাবজেক্ট লাইনে লিখবেন 'মুদ্রিত নবপ্রভাত বইমেলা সংখ্যা ২০২৫-এর জন্য'।  ২) বানানের দিকে বিশেষ নজর দেবেন। ৩) যতিচিহ্নের আগে স্পেস না দিয়ে পরে দেবেন। ৪) বিশেষ কোন চিহ্ন (যেমন @ # *) ব্যবহার করবেন না। ৫) লেখার নীচে একটি ঘোষণা দিন:  'লেখাটি স্বরচিত ও অপ্রকাশিত'। মেল আইডি :  printednabapravat@gm

অণুগল্প ।। সংকল্প ।। বিশ্বনাথ পাল

 

সংকল্প
বিশ্বনাথ পাল


হ্যাঁ। কপালই বটে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আহ্লাদি নিজের কপালকেই ধ্যেয়ালে। পোল বিয়ানী জার্সি গাই শ্যামলীটা গোয়ালে পাহাড়ের মতো মরে পড়ে আছে।
গলার দড়িটা তাড়াতাড়ি খুলে পাশের বাড়ির পেঙলা বলে বাদল বাঁড়ুয্যের  প্রাচ্ছিত্তির হাত থেকে তো ---কত আশা ছিল এই শ্যামলীকে ঘিরে। সারাদিন ধরে মাঠে খুঁটে খু্ঁটে ঘাস  এনে সেবা দিয়ে এসেছে। শ্যামলীর গর্ভাবস্থায় চিকন রূপ চোখ ঝলসে সব কষ্ট  ভুলে যেত সে! পেটটা বিস্তর ডাগর হয়েছিল। মাঝরাতে কাল লন্ঠন হাতে শেষবার যখন বার উঠে শ্যামলীকে দেখেছিল তখনও শ্যামলী তার হাড় হা ভাতে মালকিনকে হাম্বা রবে ডেকে বোঝাতে চেয়েছিল, সব ঠিক আছে। আহ্লাদি শ্যামলীর ডাগর পেটে হাত বুলিয়ে  পেটের বাচ্চাটার চনমনে ভাবটা পরখ করে তবে শুতে যায়। রাতে শুয়ে মনে হয়েছিল শ্যামলীর পাহাড় পারা পেটে দুটো বাচ্চা নাই তো?  যদি হয় তবে সংসারের হাল শিঘ্রী ফিরবে। অনেক বয়স, অব্দি শ্যামলী কুমারী ছিল বলে ঘাটে ষষ্ঠীর দিন একটুকরো সাদা সুতো তেল হলুদে মাখিয়ে সিঙে  বাঁধার ফল যে এভাবে বিফলে যাবে তা স্বপ্নেও ভাবে নাই।
আহ্লাদি ঝরো মুচির মেয়ে। বালবিধবা। তিন কুলে কেউ নাই। সন্তান বিয়ানোর মর্ম ,জানার সুযোগ, অনুভব  না করার অভাবী মনটাতে আশার  পুলক জাগিয়ে পলকেই পালাল ওর শ্যামলী। পালিয়ে কাজটা আদৌ ভাল করে নাই। 
যারা মুনিষ মাইন্দার খাটতে পারে না। কন্ট্রোলের চাল গমে ভরসা তারাও  যেচে  এগিয়ে এসেছে আজ আহ্লাদীর ঘরে। ওদের মুখে সান্ত্বনার বাণী অথচ হাতে চকচকে ছুরি দেখে একছুটে ঘরে ঢুকে হুড়কো দেয়।
চিরুনীর মুখে উঠে যাওয়া চুলের গোলা দিয়ে কাল দুধ দোয়ানোর জন্য যে সস্তার জামবাটীটা কিনেছিল  সেটাকে চোখের জলে ভরাট করার সংকল্প নিয়ে পা ছড়িয়ে কাঁদতে বসে। 
============ 

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত

মুদ্রিত নবপ্রভাত উৎসব ২০২৩ সংখ্যার ডাউনলোড লিঙ্ক