Featured Post
জল অথবা জলজ কবিতা ।। গোবিন্দ মোদক
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
জল অথবা জলজ কবিতা
গোবিন্দ মোদক
এ যে সে রকম কাজ নয়
জল চুরি চুরি খেলা,
জলের মধ্যে জল মিশিয়ে
জলে দেবার পালা !
কাজেও জল ভাবনায় জল,
জল যে কথার ফাঁকে,
জল ভরা সব মিষ্টি কথায়
জলীয় দ্রবণ থাকে !
জলের গতি, জলের বুদ্ধি,
জলের বোঝাপড়া,
জলকে চলো জলের সাথে
জলের ভাঙ্গা-গড়া !
চাওয়াতে জল পাওয়াতে জল
জল দয়ায়-দানে,
শিক্ষা-তে জল, স্বাস্থ্য-তে জল
বাঁধন যে না মানে !
জলের বাড়ি, জলের গাড়ি
জলের রাস্তা-ঘাট ,
রাজনীতিতে জল ধরতাই
জলের রাজ্যপাট !
জলীয় আঁতেল, জলীয় শিল্পী,
জলজ তার ফসল,
উপরেও জল, নীচেও জল,
জল-ই হলো আসল !
জলের গাছ, গাছেরই জল
টাকা-ও জলের মতো,
সংসার জল, বুদ্ধি-ও জল
জলের দেওয়া ক্ষত !
আসতেও জল, যেতেও জল
জল যে উঠতে বসতে,
জল পরীক্ষা, জল নিরীক্ষা
জল যে হিসাব কষতে !
খাবারেও জল, পানীয়-ও জল
জল যে সকল ফলে,
চোখের জলে, নাকের জলে
সর্ব-জনেই বলে !
জলের আমি জলের তুমি
জল দিয়ে যায় চেনা,
সব শুনে জল হাসছে কেবল
উড়িয়ে দিয়ে ফেনা !!
=======================
গোবিন্দ মোদক।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন