Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

প্রণব কুমার চক্রবর্তীর স্মৃতিকথা

শিক্ষক বিভুতি স্যারের বিভূতি



সালটা ১৯৬৪ ৷
অমার বাবা তখন কর্মসুত্রে নৈহাটিতে পুলিশের সার্কেল ইন্সপেক্টার ৷ অামরা তখন
নৈহাটিতই কাঁঠালপাড়ায় সি অাই অফিসের কোয়াটারে থাকি ৷ এবং বর্তমান উত্তর চব্বিশ
পরগনার ভাটপাড়া হাই ইস্কুলে পড়ি ৷ ক্লাস নাইনে ৷
ওই ইস্কুলে একইক্লাসে পড়ার সুবাদে অামার সাথে প্রখ্যাত সাহিত্যিক সমরশ বসুর
ছোট ছেলে নবকুমরের সাথে বন্ধুত্বটা দারুন ভাবে জমে ওঠে ৷ ওরা থাকতো নৈহাটি
সিনেমা হলের পিছনটাতে - জর্জেস রোডে ৷
বিভুতি বাবু অমাদের ইস্কুলের প্রধান শিক্ষক ৷ কাঁঠালপাড়াতেই থাকতেন ৷ ইস্কুলে
অামাদের অঙ্ক করাতেন ৷ সরল সাদাসিধে মানুধ ৷ সারাক্ষন খদ্দরের পাঞ্জাবি ,
হাঁটু পর্যন্ত তোলা খদ্দরের ধুতি অার বগলে একটা দাদু মার্কা ছাতা নিয়ে - কি
শীত , কি গ্রীষ্ম কি বর্ধা সব সময়েই চলা ফেরা করতেন ৷ ওনাকে দেখলেই অামাদের
চোখের সামনে ফুটে উঠতো - মনোজ কুমার মিত্রের লেখা সেই মানুষ গড়ার একমাত্র
কারিগরের একটা চলমান জীবন্ত ছবি !
ভদ্রলোকের চেহাড়ার মধ্যে ছিলো যেমন একটা অাকর্ষন এবং শ্রদ্ধার-ভক্তির ব্যাপার
, তেমনি ছিলো একটা সমীহ ও ভীতির ব্যাপার ৷ কোনদিন স্যারের মুখে শুনিনি - কারোও
নিন্দা বা কাউকে উচ্চস্বরে বকাবকি করতে ৷ ছাত্ররা কোনও অন্যায় করলে , বিভুতি
স্যার কোনও দিন কাউকে মারধোর বা বকাবকি না করে , ডেকে সবাইকে শান্তভাবে
বোঝাতেন ৷ বলতেন - অাজকে অামি মাস্টার অার তোমরা ছাত্র ৷ কিন্তু , অাগামী কাল
তোমরাও মাস্টার এবং বাড়ির গর্জেন হবে ৷ সেইসব দিনের কথা ভেবে এখন থেকেই
নিজেদের তৈরি করো ৷ তোমাদের মতো অামিও একদিন ছাত্অার ছিলাম ৷ এই কথাগুলো
সেদিন অামাদের শিক্ষকরাই অামাদের শিখিয়ে ছিলেন ৷ মনে রাখবে অামরা সবাই
নিজের এক একজন শিক্ষক ৷ তোমাদের কাছে শাসনের ব্যাপারে অামি তো নিমিত্ত মাত্র ৷
অামার এখনো মনে অাছে সেই দিনটার কথা - ক্লাস টেনের পরীক্ষার রেজল্টটা বেরিয়েছে
৷ অামরা কয়েকজন অঙ্ক অার ফিজিক্সে খুব খারাপ নম্বর পাওয়ায় বিভুতি স্যার একদিন
পাড়ার রাস্তায় যেতে যেতে অামাকে দেখে ডেকে বললেন - এই শোনো ৷ তোমাদের কিন্তু
রেজাল্টটা মোটেই স্যাটিসফ্যক্টারী নয় ৷ এভাবে চললে কিন্তু উচ্চ মাধ্যমিকে
সমস্যা হবে ৷ একটু নজর দতে হবে ৷ অমি কিছু বলতে চষ্টা করতেই উনি অামাকে থমিয়ে
বললেন - সোমবার থেক সকালে সাতটার মধ্যেই তোমরা যে ক"জনা খারাপ নম্বর পেয়েছো ,
অামার বাড়িতে যাবে ৷ অামি তোমাদের অঙ্ক অার সাইন্সের সাবজেক্ট- ফিজিক্স এবং
কেমিট্রিটা পড়বো ৷ সবাইকে বলে দিও ৷
জানতে চেয়েছিলাম - কত টাকা দিতে হবে ?
অামার কথা শুনে স্যর খুব বিব্রত হয়েছিলেন ৷ গলার স্বরটা ভারী করে বলেছিলেন -
মাস্টারকে টাকা দিয়ে শিক্ষা কিনতে চাও ? তোমার ধৃষ্টতা দেখে অামি অবাক হয়ে
যাচ্ছি ৷ শিক্ষকদের কাজ শিষ্যকে সত্যিকারের শিক্ষিত করে তোলা ৷ সেখানে দেনা
পাওনার কোনও গল্প থাকতে পারে না ৷ ছত্র অার শিক্ষকের সম্পর্কটা সেই প্রাচীন
কালের গুরু শিষ্যের সম্পর্কের মতোই ৷
অাজোও অামার কানে বিভুতি স্যারের সেই কথাটা বাজে ৷
অারোও একটা ঘটনার কথা অামার এখনো মনে অাছে ৷ একবার ওই এলাকায় ম্যলেরিয়া
মহামারির অাকার ধারন কয়েছিলো ৷ নৈহাটির কল্যাণী সিনেমা হলের পর থেকে ভাটপাড়া
হাই স্কুল পর্যন্ত গোটা এলাকাটা রেল লানের পূর্ পাড় জুড়ে ছিলো শ্রমিকদের বস্তি
৷ ঘিঞ্জি নোঙরা এবং স্যাঁতসেঁতে এলাকা ৷ জঙ্গল অার ময়লা জল ভর্তি নর্দমা ৷
যেহেতু , এলাকাটা রেলের জবর দখল করা জমি এবং দুস্কৃতি প্রবন ৷ কোনও পৌর সভাই
- না নৈহাটি , না ভাটপাড়া কেউই ওই এলাকায় নজর দিতো না ৷ বিভুতি স্যার নিজে
উদ্যোগী হয়ে ইস্কুলের মাস্টার এবং ছাত্রদের নিয়ে ওই এলাকার জঙ্গল কাটা এবং
নর্দমার নোঙরা পরিস্কার করে নিজেদে টাকা ব্লিচিং পাউডার কিনে ছড়ানোর ব্যবস্থা
করেছিলেন ৷ বলেছিলেন - মানুষের এই বিপদের সময় কে কার দায়িত্ব পালন করলো কিনা ,
কা দোষ এবং অন্যায় সেই বিতর্কে না গিয়ে অামরা শিক্ষক এবং ছাত্ররাও দেশের
নাগরিক ৷ দেশের কাজে ঝাঁপিয় পড়ে অার্ত মানুষের পাশে দাঁড়ানোটাই অাসল কতর্ব ৷
অামাদেরও এই সময় ওদের সেবার কাজে হাত লাগানো উচিৎ ৷
মহামারির প্রকোপ থেমে গেলে ওই বস্তির সব লোকজন একদিন অামাদের ইস্কুলের সব
মাস্টার এবং ছাত্রদের নিয়ে মিটিং করে সম্মান জানিয়েছিলো ৷ বলতে দ্বিধা নেই ওই
বস্তি বাসিদের চোখে সেদিন অামি শিক্ষকদের প্রতি সম্মান অার ছাত্রদের উপরে
ভালবাসা দেখেছিলাম , অাজোও সেই দৃশ্য ভুলতে পারিনি ৷ সত্যিই সেদিন মনে
হয়েছিলো - বিভুতি স্যারের বিভূততে অামরা বিভাবিত হয়ে পড়েছিলাম ৷
অাজ জীবনের সাহাহ্নে এসে যখন দেখি শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কাছে শিক্ষা
বিক্রি করতে সদা ব্যস্ত , ছাত্র-ছাত্রীদের রাজনৈতিক দাদা ভাইয়ের সম্পর্ক তৈরি
করেছেন , এটা যে কতটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি করেছে সেটা পরিস্কার বুঝা যায়
যখন ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষক অধ্যাপকদের কারন অকারনে অপমান করছে ,
গালাগালি করছে -শ্রদ্ধা-ভক্তির লেশটুকুও দেখাচ্ছে না ৷
রাজনীতি অাগে যেমন শিক্ষরাওকরতেন , ছাত্র-ছাত্রীরাও করতো ৷ কিন্ত , সবাই
সেটাকে সামাজিক রীতিনীতির বাধ্যকতার মধ্যে বেঁধে রেখেই করতো ৷ অাজ সেটাই যেন
শুূধু অালগাই হয়নি , উলঙ্গ হয়ে পড়েছে ৷
জানিনা এর থেকে মুক্তি কিভাবে ঘটবে ?

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল