তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

তাপসী লাহার কবিতা

প্রিয় ছাত্রী

------------
নাহ তুমি চঞ্চল হলে না
লক্ষীমন্ত ডগমগ লাবণ্য
কি ভালো কি ভালো!
নম্রবদনা এতো ঢালো ঢালো।
কোনো প্রশ্ন নেই হরিণ দুটো চোখে,
সিঁথি 'পরে শোভিত লাল,
বয়স শুধু ষোলো।

বাকক্ষম ঠোটে গায় স্বামী গুণগান,
ক্লাস পড়া এসব এখন যে বড়ো ম্লান।
আমার সাধের চারাগাছে তখন ধন্দের আকিবুকি,
অসংযত অন্দরে আশংকা দ্রিমি দ্রিমি বাজে।
প্রিয় ছাত্রী,
আমার মন ভেঙে গেলো
হ্রদয় বিষাদপুরে,
সবার মতো কেনো হলে,
নিজের মতো কেনো নয়!
তাপসী লাহা

No comments:

Post a Comment