মৌসুমী ভৌমিকের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

মৌসুমী ভৌমিকের কবিতা

শিক্ষক তুমি


****************

শিক্ষক তুমি আলোর সেতু সাম্য বাণীতে গীতা - কোরান
অন্ধকারে দর্শাও দিশা, সর্বকালের মহৎপ্রাণ।

আলো হবার মন্ত্র তুমি, শিক্ষার শিখা অনির্বাণ
নরম মাটির সুপ্তমনে রোপন করো জীবনগান।

দিশাহারা ছাত্রসমাজে জ্বালাও আজ দীপ্তিশিখা
নবযুগের আহ্বানে শিষ্যরে দেখাও আলোকবর্তিকা।

নরম মনের পেলবতায় এঁকে দাও সুর্যস্বপ্ন
আলোপাখি হয়ে উঠুক সকলে, হোক নির্ভীক রত্ন।

শিক্ষক তুমি আলোর মানুষ, থেকো কারিগর দক্ষ
শাসন মেশানো ভালবাসা ও স্নেহে ভরিয়ে রাখো বক্ষ।

পথহারাদের দেখাও আলোর পথ, হে জ্যোতিস্মান
মুক্ত কণ্ঠে যেন গেয়ে যেতে পারি তোমার জয়গান।

No comments:

Post a Comment