বটুকৃষ্ণ হালদারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

বটুকৃষ্ণ হালদারের কবিতা

বরুণ বিশ্বাস স্মরণে


রোজ কার মত স্কুলের শেষে ট্রেন ধরে ঘরে ফেরা
স্টেশনে নামতেই, হঠাৎ সজোরে একটা বুলেটের শব্দে সব শেষ
স্টেশনের এক কোণে লুকিয়ে ছিল কাপুরুষ, স্বার্থlন্বেষী হায়নার দল..........
তুমি ছিলে সবার প্রিয় সুটিয়ার মাস্টার মশাই
আছে বাজারের ব্যস্ততা, রাস্তা ঘাট, জন কোলা হল, আছে দূষিত বায়ু, নেকড়ে হায় নার দল
নেই প্রতিবাদ, সাহসী, নির্ভীকদের অদম্য উচ্ছ্বাস
সু সভ্য সমাজের অর্জুনরা আজ নির্বাক, দুর্বল মনোবল
আজ শুধু তুমি নেই মাস্টার মশাই
কি ছিল তোমার অপরাধ জিজ্ঞাসিছে বিদ্য জনে?
দুঃস্থ, অসহায় দীন, দিশাহীন দের আশার আলো
কত শত অসহায় কুমারী, নারী নির্ভয়ে, নীরবে
কাটিয়েছে কতিপয় রাত......
নির্ভীক, দৃঢ়, স্বাধীন চেতা মনোবলে ভয় পেয়েছিল, কাপুরুষ, কসাইয়ের দল
তুমি আজ নেই লেখনী তে,কবিতা কিংবা গানে
তোমায় নিয়ে হয় নি আলোচনা, সম্প্রচার চুলচেরা বিশ্লেষণ দূরদর্শনে
তুমি রয়ে গেছো কতিপয় হৃদয়ের আত্ম সংঙ্গপনে
অসহায়, সম্বলহীন পিতা, মাতার আজও অশ্রুধারায় ভিজে যায় সুটিয়ার মাটি
দুয়ারে দাঁড়িয়ে আজও গভীর নিঃসঙ্গতায় হাঁতড়ে বেড়ায় স্মৃতি
তোমার শহীদ বেদীতে নিভূ নিভূ দীপ জ্বলে বিষন্নতার সাঁঝে
তুমি আজ ও বেঁচে আছো ওই মুখোশধারি সমাজে কতিপয় হৃদয়ের মাঝে.........
বটু কৃষ্ণ হালদার
327 /3 M. G. ROAD
Postal =R. C thakurani
HARIDEV PUR KABARDANGA
KOLKATA 700104
PH 9830420904
8617255958

No comments:

Post a Comment