-সোহিনী সামন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

-সোহিনী সামন্তর কবিতা

শিক্ষা



মুক্ত বিহঙ্গে শিক্ষার দুয়ার খুলে যাক,

বন্ধ দরজা এড়িয়ে দিগন্ত রেখার দেশ এ ...

শিশু শ্রম ক্ষান্ত হয়ে যাক ...রোদেলা আলোর ঝিলিক

লাগুক সব শিশুর হৃদয়ের অন্তিমে ...।।

শিক্ষকের অফুরন্ত জ্ঞান মিশে যাক শিক্ষাথীর মন মোহনায়,

আর যুক্ত হোক গুরুদক্ষিণা স্নেহের অব্যক্ত দিশায় ...।।




-----সোহিনী সামন্ত

শ্যামনগর ২৪ পরগণা উত্তর

west ghosh para road , noapara, shyamnagar 24 porgona north

No comments:

Post a Comment