ত নি মা হা জ রা র ভা ব না - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

ত নি মা হা জ রা র ভা ব না



আমার শিক্ষক



(১)
যে মেয়েটি রোজ ভোর চারটের উঠে ঘ র- দোর উঠোন ঝাঁট পাট দিয়ে,পুকুরের পাটে এক
কাঁড়ি কাপড় কেচে, দুটো ডাল- ভাত ফুটিয়ে রেখে পৌনে ছটার ডায়মন্ড হারবার লোকাল ধ
রে ঢাকুরিয়া নামে আর সাত-আট বাড়ির কাজ নিখুঁতভাবে সেরে বাড়ি ফিরে আবার ঘ রক
ন্নার কাজ সারে হাসিমুখে এবং তার প র ও জীবনে বাঁচার স্বপ্ন দেখে।।।।।।।। সে
আমার শিক্ষক।

(২)

যে ছেলেটি সব বাড়ি বাড়ি ফিরে বাথরুম পরিস্কার করে,দুহাতে চন্দনের মতো অম্লান
বদনে মাখে হারপিক আর এসিডের জ্বলন দগ্ধতা আর ভুল সুরে গায় " লে জায়েঙে লে
জায়েঙে দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙে"।।।।।।।।।। সে আমার শিক্ষক।

(৩)

যে মেয়েটি ৩:০৫এর বন গাঁ লোকাল ধরে শিয়ালদহে নামে আর বাস ধরে রঙচঙ মেখে রোজ
পার্ক ষ্ট্রীট এর মোড়ে এসে দাঁড়ায় অফিস ফিরতি খদ্দের খুঁজতে আর মোবাইলে তার
অপেক্ষমান প্রেমিকের ফোন এলে বলে,"তুই বিয়েটা করে নে রে সুবীর বাপমায়ের
পচন্দের মেয়েকে,বাবার অসুখ,ভাইটার পড়াশুনো এ লাইন আমি ছাড়তে পারবনি
রে"।।।।।।।।।সে আমার শিক্ষক।

(৪)

যে ব্রিলিয়ান্ট ছেলেটি আজো দেশটার ঘুণ ধ রা ব্যবস্থা কে পাল্টাবে বলে নিজের
কেরিয়ার, বিদেশের হাতছানি তুচ্ছ করে, মা- বাবার ধমক, ভাল ছেলে হবার প্রবল লোভ
ত্যাগ করে, জয় করে সুন্দরী প্রেমিকার ফেলে ফিরে যাওয়ার আঘাত।।।। ।।।। সে আমার
শিক্ষক।

(৫)

যে দুরারোগ্য রোগীটি জানে আর বাঁচবার আশা নেই তবু তবু লড়ে চলে দিন কিনবার
আশায়।।।।সে আমার শিক্ষক।

(৬)

যে উদ্বাস্তু মহিলাটি ফুটপাতের প্লাস্টিকের ঘরে ফি বেস্পতিবার লক্ষীপূজো
করে।।।।।। সে আমার শিক্ষক।

(৭)

যে শিশুটি ময়লা কুড়োতে কুড়োতে ডাষ্টবিনে পেয়ে যাওয়া একটুকরো কাগজ গভীর
মনোযোগের সাথে পড়ে।।।।।।।।। সে আমার শিক্ষক।


আরো কত কত শিক্ষক আছেন আমার, তাদের স্ব স্ব ক্ষেত্রে নিজস্ব মর্যাদার কাহিনী
নিয়ে।

আজ এইদিনে তাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম।।।।।।।




আমার ঠিকানা

Tanima Hazra
Golepark co-op housing society ltd
Flat no -4-g-b2,
49b gobindapur rd
kolkata-45

pin-700045

ph no- 9477457563

No comments:

Post a Comment