জয়ন্ত দত্তর অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

জয়ন্ত দত্তর অণুগল্প

মেরুদন্ড

###################

বহুদিন পর স্কুলের প্রধান শিক্ষকের সাথে দেখা।প্রথমে চিনতে একটু অসুবিধা
হয়েছিল বৈকি!তবে বয়স বাড়লেও সেই আগের মতনই টানটান।
এগিয়ে গিয়ে প্রণাম করলাম --'চিনতে পারছেন স্যার!'
মাথা নেড়ে সম্মতি জানালেন --'কল্যাণ হোক।'
কর্পোরেট যুগে থ্যাংকস আর কংগ্রাচুলেশন্স এর বদলে তাঁর আশিসবাণী হৃদয় ছুঁয়ে
গেল।কুশল বিনিময়ের পর তিনি সামনের পথ ধরলেন।
বহুক্ষণ স্থির দাঁড়িয়ে রাস্তায়।দেখতে থাকি জাতির মেরুদন্ড এগিয়ে চলেছে --কেমন
মাথা উঁচু করে।আশেপাশে স্পন্ডিলাইটিস-এ আক্রান্ত মানুষজন ক্রমে ক্ষুদ্র থেকে
ক্ষুদ্রতর হয়ে যায়...।

জয়ন্ত দত্ত
21/157,এডিসন রোড
দুর্গাপুর -5
বর্ধমান পশ্চিম
কথা:9232049024
(দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী)

No comments:

Post a Comment