শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়ের ছড়া

সহজপাঠ

শ্রীপর্ণা বন্দ্যোপাধ্যায়



বাস ভাড়াতেও ছাড়খানা চাই ইস্কুলেতে পড়ি

বড়লোকের বাহন তখন ট্যাক্সি কখন চড়ি?

স্কুলটা সেরেই বিকেল জুড়ে খেলার পরে খেলা

একটুখানি দেরি মানেই বাড়িতে কানমোলা।

মচ্‌কে গেলে পায়ের পাতা মায়ের হলুদ চূন

নিজের দোষের সঙ্গে শোনা পাশের ছেলের গুণ।

ঘরে বাইরে সবার বকায় সায় থাকত বাবার

বাড়িতে ঠিক খবর যেত সিনেমা হলে যাবার।

কারোর বাড়ি ষষ্ঠী পুজো কারোর নারায়ণ

প্রসাদ পেতে সদাই হাজির কীসের নিমন্ত্রণ?

পড়ার ফাঁকে আনন্দলোক এক চড়ে গাল লাল

কলকাতা ক'য় খবর পড়েন নীলিমা সান্যাল।

পুরো পাড়ায় একটা বাড়ি রাখত টেলিফোন

দূরের খবর আনত বয়ে অন্তু ডাকপিওন।

অ্যান্টেনাদের মিলত দেখা গুটি কয়েক ছাদে

খেলার দিনে ফাটল কেবল উচ্ছ্বাসেরই বাঁধে।

একটুখানি হাওয়ার দোলায় পর্দাতে ঝিরঝির

ছাদে উঠে ডান্ডাখানা রাখতে হোত স্থির।

তখন একা দূরদর্শন – দর্শকে ঘর ভরা।

এখন একা শত চ্যানেল বোতাম টিপে ঘোরা







Sriparna Bandyopadhyay,

Flat 3, Jagadish Apartment, 26 J. K. Chatterjee Road, Sodepur, Kolkata
700110

No comments:

Post a Comment