Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

অসীম মালিকের গল্প-কবিতা


অঙ্কস্যার



শ্যামবাবুকে আমরা সবাই ,
অঙ্কস্যার বলে ডাকতাম ।
দোহারা চেহারা ,টিকালো নাক ,দুধে আলতায় গোলা রং
মানুষটি যখন তিন কিলোমিটার মেঠোপথ
পায়ে হেঁটে ইস্কুলে আসতেন
দূর থেকে দেখলে মনে হত --
আনন্দ নিকেতনের একটি ছাতা হেঁটে যায় ।
মাথার তেলতেলে টাক থেকে গড়িয়ে পড়ত
শিশির বিন্দুর মত ঘাম ।
শীত কি বর্ষা সব ঋতুতেই
পরনে থাকত সাদা ধুতি আর পাঞ্জাবি ।
মানুষটি যখন ইস্কুলে পা রাখতেন ,
আমরা সবাই কঁকিয়ে বলে উঠতাম ---
ওই দ্যাখ ,অঙ্কস্যার আসছে ।

সেদিন ছিল তুমুল বৃষ্টির দিন ,
আমরা কয়েকজন বৃষ্টিতে ভিজতে ভিজতে
যখন ইস্কুল চত্বরে উপস্থিত হলাম ।
চাঁদ যেমন অবনীকে সোহাগ করে
স্যারও আমাদের সোহাগ করতে করতে
অঙ্কুরকে জিজ্ঞাসা করল ---
বলোতো বৃষ্টির জন্ম কোথায় ?
অঙ্কুরের ভিজে ডাব শরীর ,
যেন মুহূর্তেই শুকিয়ে কাঠ হয়ে গেল
সে উত্তরে জানাল ---মেঘের গর্ভে ।
স্যার বললেন ,আমি তোমাদের আকাশ ,
আমার বুকে ভেসে বেড়ায় কতশত মেঘ ।
তোমরা নদীর কাছে যাও ,
নদী তোমাদের অঙ্ক শেখাবে ।
তোমরা মাটির কাছে যাও ,
মাটি তোমাদের অঙ্ক শেখাবে ।
তোমরা পাহাড়ের কাছে যাও ,
পাহাড় তোমাদের অঙ্ক শেখাবে ।
সর্বোপরি ,তোমরা মানুষের কাছে যাও ,
মানুষ তোমাদের অঙ্ক শেখাবে ।

আমার বুকের আনন্দনিকেতনে দিনরাত প্রতিধ্বনিত হয়
আমি অঙ্কটা ভালো করে শিখতে পারিনি ,
তোমরা অঙ্কটা ভালো করে শেখো ।
গতরাতে আমার বুকের পাঠশালায়
এক জরুরী সভা ডেকে স্যার জানিয়ে দিলেন --
আমার আকাশটা নিলামে তুলেছি ,
কিন্তু এতবড় আকাশ কেউ নিতে চাইল না ।
স্যারের জাদুকাঠির স্পর্শে ,
পুনরায় আমার বুকে প্রতিধ্বনিত হল --
আমি অঙ্কটা শিখতে পারিনি
তোমরা অঙ্কটা ভালো করে শেখো ।
--------------------------------------------------------------------------


Asim Malik , Vill - Sitalpur , P.O.-Arandi , P.S.-Arambagh , Dist
-Hooghly , Pin -712413 , Mobile -9593504996

মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩