অরিন্দম দাসএর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

অরিন্দম দাসএর কবিতা


" শিক্ষা গুরু "


মায়ের কোলে যখন আমি
একটু হলাম বড়
মা হলেন প্রথম,আমার শিক্ষাগুরু ।

সংসারেতে বাবা,দাদা,দিদি
এদের কাছেও পাই
কোথাও না কোথাও কিছু না কিছু শিক্ষা ।

বড় হয়ে যখন আমি
ইস্কুলেটে গেলাম
সেখানেতে পেলাম আমি অনেক গুরু মশাই।

গুরু মশাই যখন আমায়
একটু বকা দিতেন
ঠোঁট ফুলিয়ে কেঁদে আমি নালিশ করিতাম।

শিক্ষা গুরু দিয়েছিলেন
বড় হওয়ার মন্ত্রনা
বড় হয়ে হলাম আমি শিক্ষকের অনুপ্রেরণা।

শিক্ষা গুরু দিতেন আমায়
জীবন গড়ার বাণী
যেগুলি আছে *আজ* আমার চলার পথের সাথী।

শিক্ষা গুরু হলেন
আমার বন্ধুসম
কারণ আমি যেন শিখতে পারি যত ।

শিক্ষা গুরু দিলেন আমায়
সঠিক পথে দিশা
আমার যেন সঠিক পথে চলার থাকে নেশা।

শিক্ষা আনে চেতনা,চেতনা এনে বিকাশ
সেই বিকাশের কারিগর
হলেন আমার শিক্ষক।

মনে মনে এখন আমি ভাবিলাম
শিক্ষক এর প্রতিটি তিরস্কার
হয়েছে আমায় জীবনের এক একটি আশীর্বাদ ।

ধন্য হয়েছি আজ
ছিল শিক্ষকের প্রাণভরা আশীর্বাদ
সকল শিক্ষক কে গুরুজ্ঞানে জানাই প্রনাম।

----------------------------------------------------------------
তকিপুর,রেজিনগর,মুর্শিদাবাদ

No comments:

Post a Comment