সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়ের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Tuesday, September 18, 2018

সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়ের কবিতা

বাঁকাকথায় জবানবন্দী


মূল‍্যবোধ চুলোয় যাক
নীতিটা মাথায় থাক
বাড়ী চাই গাড়ী চাই
শুধু বেতনে কি ভরসা পাই
তাই উপরি খুঁজছি ভাই
এ ছাড়া যে উপায় নাই
অনেক খসিয়েছি বাপের টাকা
উসুল করতে পথটা বাঁকা
ফুটো ছাতা ছেঁড়া জুতো পুরাণকথা
ওসব এখন রঙ্গকথা
তাড়াবোনা বনের মোষ
সেটা কি আমার দোষ
গন্ডায় গন্ডায় বেরোক যন্তর
মানুষ না হোক ফুসমন্তর
সমাজটা মোর পৈত্রিক নয়
আপনি বাঁচলে নামটা রয়।।

সমীর কুমার বন্দ‍্যোপাধ‍্যায়
৩৪ সৌদামিনী নগর, মোড়পুকুর
রিষড়া, হুগলী ৭১২ ২৫০
মো ৯৯০৩৬৭৬১৮৩

No comments:

Post a Comment